মুক্তির আশায় সংগ্রাম করে আসছি
এ'জীবন ধন্য হবে।
নিজেকে চেনাতে আল্লাহর দরবার
আমি সত্য সঠিক!
তুমি আল্লাহ্ দাওনা আমায় ঐ'রূপ
মন মানুসিকতা মন।
সঠিক জীবন যাপন এ'ধরণী চলায়
উত্তম মানুষ জীবন।
সুখ আশায় যত হাল ধরি বিছিন্ন হয়
সকল মুখ বিধাতায়!
প্রকৃতই মান্য করছে আর করছি কি?
মুক্তি চাই বটে আমরা!
আসলে কার নিকট চাই, কে কে দেয়?
যার নিকট চাই সে কে?
মুক্ত মনে মুক্তি চাইলে মুক্তি বিধাতায়
মুক্তি কি চাই বিধাতায়?
সুখ খুঁজি নেতা হতে, চাকরী খুঁজি কর্মী
চলমান