কথায় বলে যদি সুযোগ আসে জীবনে একবার
হয় যদি সত‍্য-সততার-আদর্শ-ন‍্যায়পথ।
তাই তো দেখা মিলবে কোন এক নবান্ন উৎসব
মন হতে গ্রহণ করবে নিবে আপন করে।
তবেই মূল জীবনবোধ রচনা  ব্রতঃসুখ ভাবনার
মুগ্ধতার আবাস অনন‍্য রচনা লব্দ গতি!
অর্জিত ধন অনন‍্য সেবা মন মাধূর্য পরিবেশ মন
কে বলেছে তোমরা পরিসেবা একাকিত্ব।
সকল মানুষ মাঝে গতি উর্দ্ধগতি রচনা ভাবনার
সুযোগ ঐ'সুযোগ হাতছাড়া নয় তো নয়।
যুক্তি তর্ক যাই থাক না কেন;  মানুষ জাতি যা
তার নিজস্ব একটি গন্ডি জ্ঞানার্জন ব্রতের!
সেই গন্ডির বাহিরে যেতে পারে না,তাই তো ঐ'
মানুষকে হতে হবে ঊষার আলোক জ্ঞান।
সেই জ্ঞানের আলোয় উদ্ভাসিত মন জীবন গতি
বিধাতার বিধান অনন‍্যধারা যাপিত একক।
ধীর মনোবল অপূর্ব চেতনা যথার্থতা সুন্দর দিক
সেই সকল মানুষরাই অসাধারণ চেতনার।
পৃথিবী তাদের জন‍্য কল‍্যাণ কামনা করে করে ঐ'
সুবিচার সূবিধার অনুসন্ধান আশার আলো।
মনোকাব‍্য মনগড়া হয় কি কখনো জীবনের প্রকৃত
সঠিক চাওয়া ও পাওয়ার মানুষ বিশালতা?
দেখুন সমাজ তটে যাপিত জীবন কত মানুষ চলছি
করছি বসবাস এ'ধরণীর বুকে কই মানুষরা..
বিশেষ গুণিজন সত‍্য সঠিক পথ পথিক গর্ব করার?
ঐ'একশ্রেণির আধা-পাগল কেন যেন ভক্ত?
তারাও ঐ'এক মনোকাব‍্য রচনায় মিথ‍্যা জীবনবোধ
তাই তো ভাল লোকটি ভাল অতুলনীয় সে!
আরেক জায়গায় ঐ'একই মানুষের কর্ম আচরণ কি
থাকে ঠিক এমন ধরণীর এমন কর্ম পথ চলা?
আসলে মানুষ যে কোথায় স্বর্গ খুঁজি সেটাই অজানা
ঐ'রকম চেতনাবোধ মানুষ কখনোই সঠিক।।
ওরা মনগড়া জাতি পশু আর পাখি সাদৃশ‍্য একচলা
বিধাতার বাধান অমান‍্য যা যাবর যাপিতে।