মন বড় আপন; বড়ই প্রেরণা মন!
এমন মন রয় যদি মন মধ্যে!
বিকাশ লাভ সফলতা সর্বত্রে এক
মানুষ আমরা চাই উন্নত হতে।
সেই মন হয় যদি স্থিরতা একনিষ্ঠ্যতা
জয় অবধারিত অবিরত প্রাণের'
চাওয়া-পাওয়া অনন্যতায় ভরা সুগম
আসবে জীবন মান হ্নদয় আত্মা।
বলবে কথা আপন ভূবন মাতোয়ারা
সুন্দর জীবন কামনা রয় যে'মন!
সেই সকল মানুষেরাই হতে পারবে
একান্তই নিজকে চেনা মানুষ।
তাই তো প্রয়োজন মনেরই গভীরতা
সম্মানবোধ আত্ম:মর্যাদাবোধ!
সঠিক পথচলা জীবনবোধ জ্ঞানবান
দেশপ্রেম অতিমূল্যবান নাগরিক।
মনের গভীরতা থাকলেই পারবে হতে
মর্যাদাবান আত্মার শান্তিকামী!
সেই মানব জীবন কামনা চাই এ'ধরা
মন বাসনা জতর খুব দরকার।
**********************
বাণী: মনের সঠিক ও সুন্দর গঠন জানতে হয়। আর সেই পবিত্র মন নিয়ে চলার পথ সঠিকতায় মানব জীবন অবশ্যই সুন্দর হয়।