মন বলে অনেক কথা
কেমন করে বলে?
কি যে বলতে চায় ঐ'
চিন্তা সব সময় রয়!
জীবন খুবই সুন্দর হয়
গড়তে জানা চাই।
তবেই নানান দেশ ভাষা
হরেক রকম ভাবনা।
উন্নত জীবনবোধ উৎকর্ষ
অবর্ণনীয় চেতনা যেন!
মানব জাতির সুখ সফল
আমরা মানব জাতিই..
সেরা আশরাফুল মাখলুকাত
একটি দেশ কতটা উন্নত!
সবই মানুষ পরিচালিত আর
অপর দেশটি অবহেলিত..
সেটাও মানবতার কর্মফলেই
তাই আজিকের দুবাই।
ভ্রমণ আরব আমিরাত শহর
অনন্য শোভায় শোভিত।
মনের কথা বলছি ঘুরে দেখা
বিচিত্র শৈল্পিক শিল্প!
কারুকার্য অসাধারণ অপরূপ
আমার দেশ এমন কেন?
চলমান..