মন বলে এমন এমন সব কথা
আজগবি এক ভাবনা দেখা।
বলি মনকে শোনরে কেন করো
কোন নেশাতে অলিক চাও?
মনের চাওয়া সব চাওয়াই হয়কি
এক সুন্দর চেতনাবোধের?
না হয় না মন সব সময় ঠিক নয়
মন যা চায় তা পেলে হয়কি?
মনের উপর নিয়ন্ত্রণ রাখা দরকার
সেই মনই আসল মন তৈরি।
মনের নিয়ন্ত্রণ না রাখা জীবন শূন্য
দেখা মিলবে সমস্ত অপ্রিয়।
মানুষ সভ্যতা জাতি হতে প্রয়োজন
প্রকৃত বিদ্যা ছাড়া অসম্ভব।
সেই শিক্ষা অর্জন মন মানসিকতার
জীবনবোধ মন পায় সুশিক্ষা।
মনের মাঝে কত শত চিন্তা ভাবনা
যে সকল মানুষেরাই সংযত!
আর সেই সকল মানুষরা জীবনবোধ
পেতে অতিসাধারণ মন কথা।
চলমান..