জীবন চলমান ধারা এ'ধরা বুকটি
জীবন চলতে সহজ নয়।
বিবেকবান বিবেকের তারণা রহে
সে'তারণা সহজ সরল নয়।

বিবেক তারণা মানুষ বলে কেমনে
মানুষ এমন করে জানি কি?
অবিবেচক বলে যায় যায় দিন যাক
কি করার হবেই ব‍্যবস্থা তাই!

জ্ঞানের আলো ছড়াতে জানতে রয়
জ্ঞানীরা সব সময় অন্ধ থাকে!
অবিবেচকদের বিবেক অন্ধকার মন
যেখানে আলো ছড়ানোই দায়।

কখনো সখনো নিজকে বলি বিদ‍্যান
জ্ঞান কোষ কোথায় জানি কি?
জ্ঞানের শেষ নেই চলছি অন্ধজ্ঞানেই
শেষ হয়েও হয় না শেষ চলছি!

ওরে মানূষ নাম আমরা বিদ‍্যান মন
প্রকৃত পক্ষেই কি আমরা জ্ঞানী?
কতটুকু জ্ঞান অর্জন করেছি এ'ধরায়
অপ্লজ্ঞান আলো মন মধ‍্য বেদনা।
**********************
বাণী: আপনার কি মনের মধ‍্যে এতোটুকুও বেদনা দেখাষদেয় না। কতটুকু জ্ঞান জীবনে অর্জন করতে পেরেছি। অনেক কিছুই অজানা রয়েছে। আমার তো ভিশন লজ্জ্বায় মাথা নত হয়। অন‍্যদের কি হয় না। আমার পথ চলতে মন মধ‍্যে বেদনায় কষ্ট হয়। আমার মত বিবেক থাকলে আপনাদের হয় হতো। তাইনয় কি!