অন্ধকার আশার প্রদীপ শিখা রয় হতাশার
হতাশার পাশে দাঁড়াতেই দেখা!
নাম মোমবাতি এক আদর্শ নাম দীপশিখা
আমরা মানুষ জাতি দেখি আলো।

সেই আলোর পথ দেখায় কোন না কোন
ভাবেই বিধাতা তিনারই দয়ায়।
সেই না আমরা দেখি অপলক দু'নয়ন ভর
সৃষ্টির রহস‍্য বড় অধরা এ'ভবে।

জীবন যেখান থাকে না ভরসা মানুষ হয়ে
কেন সেখানে মন চল অন্ধকার!
প্রদীপ শিখা আর বিদ‍্যুৎ বাতি যাই না বলি
সবই মানবকে আলো পথ দেখা।

কতটা স্বার্থকতা রক্ষায় রয় প্রকৃতি সভ‍্যতা
অনন‍্যতা অসাধারণ মুগ্ধতা ছড়ায়।
আমরা মানুষরা একদম অন্ধকার জীবনমান
কতশত মানুষ বলি আমি মানুষ হব!

দেখায়ে দেবো একে অপরকে রাগ-বিরাগে
কোন শর্তে বলি এ'ধরা বুকে জানি কি?
প্রকৃত অর্জন দীক্ষা প্রত‍্যয় নেই সংকল্প যেথা
আসলে ফললাভ আসে কি অযথার্থতা?



অল্পবয়সের যুবক-যুবতী কেন বলি বেশিকথা
কেন মিশি করি মেলামেশা জানি কি?
কিসে হয় সমস‍্যা যৌবন রয় একে অপর জনা'র
বুঝেও বুঝি'না হইতে চাই না যুলোগ!



চলমান....