আমরা মানুষরা কথা বলি মানুষ আমরা
মানুষ হবে মানুষ সকল সর্বত্র বিকশিত।
মানুষ মানুষে সুস্পর্ক গুরুজনা মন্যুষত্বের
সেই মানুষ হয় কেমন করে অমানুষ ভরা?
মানুষ মানুষের করে মিথ্যাচার কেন এমন
জাগ্রত জাতি অনন্য সেরা আপনত্ব নেই!
ভাবনা নয়তো সেরা গুণিজন ঐ'শব্দ তরির
আসে ভেসে মানুষ মানুষ হতে বাতাসে।
হায়রে মানুষ কলংঙ্ক নাম মিথ্যুক জাতির
সেই মানুষ হয় কি করে সত্য ন্যায়ের?
মিথ্যা কি পশু-পাখিরা বলে না মানুষেরা?
বলে যে মানুষরাই মিথ্যা; করে অনাচার।
উত্তম মানুষ হবে কবে মানুষ মিথ্যাচারেরা?
সেই না মানুষ মানুষেরা হবে অনন্য সভ্য!
আছান পাবে মানুষ মানুষেরা জীবন চলায়
মিথ্যা ধ্বংস নাম জপ ছাড় সকল মানুষ।
তবেই সুখী জীবন সুন্দর মন আলোকিতে
ভরসা সারথী মানসিকতা জীবন মান।
মিথ্যা আর মিথ্যুকেরা পায় শান্তি দুনিয়ায়
আখেরাত তো দূর কথা ভাবনা অমূলক।
ছাড় ছাড় মিথ্যা ছাড় মিথ্যুকেরা সকলেই
এসো সত্যের পথে পথ চল অবিচল।
দেখবে সুন্দর জীবন লাভে ধন্য হবে মন
প্রাণ আত্মায় ঠাঁই পাবে শান্তির পরশ।
***********************
বাণী: শোন মানুষ সকল যদি হতে চাও মানুষ! তবে মিথ্যা চল মিথ্যুক হয়ে কলংঙ্কিত জীবন যাপন করিও না ঘর বাহির অসভ্যতা মনটিতে। দেখবে অমন মিথ্যার বেড়া জাল তোমায় এক সময় কূড়ে কূড়ে খাবে চির শত্রু হিসাব। বুঝেও বুঝবে না দিন সময় ক্ষণ ঘণিয়ে যাবে। সেই প্রাণ মন আত্মা অতৃপ্তিতে বসবাস করে হাশর নাম মিথ্যা বাসর মাঝারে।