মানুষের মধ‍্যে মিথ‍্যাচার অহরহ চলাচল
মানুষ যদি মিথ‍্যা বলে, ধ্বংস অধারিত।
ঘরে বাহিরে কথার ছলে হাসতে হাসতে
বিনা কারণেও দেখা মানুষ মিথ‍্যা বলছে।

হঠাৎ কোন অজানা ভুল দোষ ঢাকতেও
আশ্রয় নেয় মিথ‍্যা বলায় অমনুষ‍্য স্বভাব।
এক সময় এক দিন না এক দিন সত‍্যটা
প্রকাশে মিথ‍্যুক সাঁজ সামাজিক অসভ‍্য।

সেই-মন-মুখ-আত্মা-হ্নদ-প্রাণ-কেমনে
চলছে জীবন ধারণ ঐ'মুখেই আল্লাহরই
নাম! ইবাদত বন্দেগী;  মুছকী হাসীতে
মুগ্ধতা ছড়ানো মুক্তা যেন অনুপ্রেরণার।

আসলেই মানুষ কি মানুষ মিথ‍্যা ব‍্যতীত
কথা বলা চলতে কি পারে না এ'সভ‍্যতা?
মিথ‍্যা পরাজিত সত‍্যের নিকট হয়ে থাকে
যা সব সময় চির সত‍্য চিরন্ত ধ্বংস মিথ‍্যা।

সত‍্যই বিজয় সুন্দর জীবনবোধ শক্তি মন
সত‍্যের সহিত চলা জীবন বিধাতার বিধান!
মান‍্য এক অসাধারণ চমৎকার মন মানুষরা
যেথায় যান সেথায় শান্তি পান প্রশান্তি হ্নদ।

আজ থেকে আর মিথ‍্যা না বলি সদা সত‍্য
বলি। জীবন চলার পথ সুন্দর সর্বোত্র সচল
রাখি! গ্লানী থাকবে না কোন মানুষ অপবাধ
লেখা রইবে না বিধাতার দরবারে পাপ নাম।

মিথ‍্যা মানব জীবনে বড়ই শত্রু জীবন ধ্বংস
মিথ‍্যা ধরলে দেহ পচন পর্যন্ত শিরা-উপশিরা!
পৌঁচ্ছে মনটি মধ‍্য শয়তানের মত তারা করে
সর্বক্ষণ অবিবেচক মনুষ‍্যত্ব হীন যাতনা অতৃপ্তি।

সেই সকল মানুষেরাই সমাজে বিস্তার মিথ‍্যা
ধ্বংস হচ্ছে নিজ; করছে পরিবার-প্রতিবেশী।।
তাই তো অপব‍্যাখ‍্যা নিয়ে মিথ‍্যাচার একশ্রেণী
অমানুষ চলে যাচ্ছে দুনিয়া ছেড়ে ঐ'পরপারে।
***************************
বাণী: মানুষ যদি বিনা কারণ একবার মিথ‍্যা যদি বলা অভ‍্যাস করে ফেলে। সেই সকল মানুষ সত‍্যের মধ‍্যেও মিথ‍্যা খোঁজে। আর মিথ‍্যা বলায় পারদর্শিতার বলেই সজাগ দৃষ্টি ভঙ্গি তৈরি করে। আর মিথ‍্যা বলার মধ‍্যেই দাম্ভিগতা প্রকাশ করতে শেখে। যা মানব জীবন অকল‍্যাণ বয়ে বেড়ানো ব‍্যতীত আর কিছুই নয়।