যতই করি মিলন মেলা
করি আনন্দ।
এক সাথে চলি আমরা
করি কাজকর্ম!

বিনোদন বিভিন্ন ইভেন্ট  
বেশ মজার।
তারপরও কোথায় যেন
রয় শূন‍্যতা?

পরিবার পরিজন মিল শূন‍্য
বিনোদন অমূলক।
যতই করিনা কেন হাস‍্যরস
পরিবার মিলন।

সুখ ঠিকানা বহমান অবিচল
এসো সকলেই..
মিলেমিশে চলি সপরিবারে
ভালো লাগবে।

সহপাঠী দল বল বিনোদন
মনের শক্তিবল।
সমতাল সমতা ধরণী এ'ধরা
অতুলনীয় সুখ।

মানুষ মানুষের প্রতি সহমর্মীতা
সুযোগ-সুবিধা!
সৌহার্দতা পরিপূর্ণ মিলন মেলা
কমতি ও ঘাটতি!

থাকে না কোন সম্পর্ক বেড়াজাল
সেই পরিবারকাম‍্য।
মিলন মেলার মেলবন্ধন প্রীতির
সেই মন মানুষ মনুষ‍্য।
*******************
বাণী: মনের মধ‍্যে অশান্তি রেখে পরবাস মিলন মেলায় বিনোদন সেরা। সেই বিনোদন কখনোই প্রকৃত আনন্দ উপভোগ হ্নদয় প্রশান্তি পায় না।