কি লাভ হয় মিথ্যাচার মনোভাব চলন বলন
ওরে মানুষ তোমরা দেখতে কি পাওনা?
মিথ্যা বলে ধ্বংস হচ্ছে কতশত মানুষ সকল
জোর করে ছিনায়ে নিতে চায় অপর ধন!
সেই ধনেই একদিন ঘর ছাড়া করে দিচ্ছে ঐ'
আপন আপন স্ত্রী আপন সন্তান আপনও!
ঐ'আপনরাও এক দিন পর করে সর্বশান্ত সব
কোথায় স্বর্গ কোথায় নরক দেখে নাও।
বেশি দূরে নই তো আমি তুমি সে আপন-পর
খাঁই আর খাঁই কোথাই পাই ভাবনাতেই।
সেই মনোভাবনা অপ্রিয় চেতনাবোধ শক্তি চল
একটি ভাবলেই দেখা মিলবে ভুল দৃষ্টি।
তাই তো সঠিক পথে ফিরে এসো সকল মানব
মানবতা পরিচয় চলো, দেখবে সেরাজন।
তুমি আমি সকল জনা হবো মানুষ অনন্য সুখী
গ্লানি রইবে মিথ্যাচার জীবন সায়াহ্ন বাস।
**************************
বাণী: মিথ্যার পাল্লা যখন যে মানুষেরা ভারী করে জীবন যাত্রা শুরু করে চলাচল করে থাকে। সেই সকল মানুষেরা হর হামেশাতেই পরিবার সকল প্রতিই দ্বীব্বি মিথ্যা কথা বলেই অতি সহজেই জীবন যাপন করে থাকে। যার নিকট কোন জাতপাত মান্য নয়। সকলেই সমান। সেই সকল মানুষ বুঝে চলা শ্রেয়।