জনতার সরকার জনতার কথা বলতে চায়
বলতে আসে দলমত নির্বিশেষে ক্ষমতায়।
জনগণ অসহায় কম বোঝে তাই চালাকরা
সরকার হতে উদগ্রীব প্রকাশে ক্ষমতা চায়
দেশ-জনতার পরিচালনায় চাবী-কাঁঠী ঠাঁই।
সেই তারাই ক্ষমতা হাতে পেলে বাঘ-বাঘী
কোথায় জনতা ভাবনা ওরাই লুটেরাই সব!
খায় বিদেশ আগত সুযোগ-সুবিধা-ধন-রত্ন
ঐ'দিকে বাজেট কষাঘাত হিসাব জনপ্রতি।
পাঁচ হাজার ডলার এই রূপ চলমান ধরার
আপর দিক গরীব দুঃখী মধ্যবিত্ত কষাঘাত!
অনাহারী দিনাতিপাত শরীরে পোশাক নেই
পেটে থাকে না তেমন অন্য মাথা গোঁজারই
ঠাঁই। সামাজিক নিরাপত্তার কত যে অভাব।
ওরা নাকি সরকার দেশ জনতার সরকার?
ওরা লুটেরা রাজনীতি করে সরকারী তথা
গরীব দুঃখি সহায়তা আসা ফান্ড আত্মসাৎ।
যারাই সচেতন মাথা উঁচু কথা বলতে চায়
ওদেরই ধরে নিয়ে আয়না ঘর বন্দী করে!
ঐ'হয় নাকি আবার দেশ জনতা প্রশ্ন বিদ্ধ
মানবতার কথা মুখে মুখে প্রকৃত মানবতা'
আসলেই কি রয় সর্বগ্রাসী রাজনৈতিকরা?
ওরা হায়ানা দলবলেরা নেই লজ্জ্বা বালাই
থাকে না অপমানবোধ মিথ্যা উপটান প্রাণ।
দেশ উন্নতি ভাবনা অন্ধকারে ফেলে ওরাই
প্রকাশ করে থাকে অপর দেশ জনতাকেই'
অপরাধী অপব্যাখ্যা যতদোষ নন্দোঘোষ।
উচিৎ কথা বলতেই শ্রীঘর আয়নাঘর জেল
হাজতবাস কি যে এক বিতর্কিত রাজ্যেরই
সরকার পরিচালনা পর্ষদ সকল অপশক্তি!
সরকারী রাজ্য শাসকেরা সব তোষামোদী
ওরাও স্বৈরা-শাসকেরই শক্তিধর হাত হয়।
কি যে প্রজা-নির্যাতন নীপিড়ন হতভম্ভের
দেখা জনতা সাধারণ পিরিশেষে মাথাপিছু'
আয়' কোথায় যায়? যায় রাজ নৈতিকদের
অনৈতিক কষাগার অপকর্ম ব্যবহার তাই।।
শতশত কোটি কোটি হাজার ডলার পাচার
এই দিকে দেশ রসাতল দেশ জনতা সর্বস্ব!
ঘৃণিত জনতা সেই সব রাজ-নৈতিক দলবল
অভূক্ত রাজনৈতিক দলবলে দেশ শাসন কি
হতে পারে সঠিক ভিবে? না কোন কাল না।
মাথা পিছু আয় কিতাবে থাকা জনতা অভূক্ত
সরকার সব ধ্বংস করবে অপব্যবহার সর্বত্র।
সেই সরকার ব্যবস্থা জনকল্যাণ সরকার নয়
এমন সরকার ব্যবস্থা ঘৃণিত দেশ জনতাতেই।
হিসাব বেসামাল সরকার ব্যবস্থা জনতা শক্তি
দেশ ছেড়ে পলায়ন দলবল ধূলিসাৎ বংশ মুখ'
চুনকালিতে জুতার মালা পরিহিত ব্যবস্থা ভিন্ন
অপরাধ মাত্রায় দেশত্যাগ অপশক্তি পরিত্রাণ।
চলমান..