ওরে মানুষ আমরা প্রকৃত কি চাই এ'ধরায়
সেই কথাটি জেনে বুঝে চেষ্টা রয় কি?
মানব জীবন মানেই দুঃখ কষ্ট-বেদনা ভরা
এমন জীবনই নিয়ে চলতে শেখা চাই!
সেই মন প্রাণ জীবন মানব মানবতা নিয়ে
এক অতি অসাধারণ ঘর-সংসার মন।
অনেক বছর চলছি স্কুল হাই স্কুল কলেজ
বিশ্ববিদ্যালয় পাঠ শেষে কর্ম-সংস্থান।
লোক মুখে শোনা ও দেখা বালাখানা কত
শিক্ষক প্রফেসর হুজুর ঈমাম সাহেব!
পাঠদান পাঠ শেখা প্রশিক্ষণ গ্রহণ প্রদান
আদেশ যিনি দেন শেখো ভালো করে।
অন্যায় করা যাবে জীবন তটে কোন কাল
বিধাতা সর্বই দেখেন দেখছেন সর্বোত্র!
করলে অন্যায় আজ অথবা কাল হিসাব
অবধারিত দিতেই হবে দুই কাঁধে দু'ই!
ফেরেস্ত মুনকার নাকীর লেখছেন হিসাব
কি করছি প্রতিনিয়ত মানুষ কর্মফল।
হুজুর বলছে মসজিদে দরবেশ সেবালয়
পন্ডিত বলেন পাঠশালাতে অধমও।
সেই জীবন হিসাব ছাড়া মানবতা কোথায়
যে মুখে জেনে আশা সেই মানুষ কর্ম।
করছে খেলা পুতুল বয়স কোথায় পথটি?
ওরা ধর্মের দোহাই দেয় ওরাই লোভী।
মন্দ কর্মে ওস্তাদ বেশ চমৎকার চলাচল
আসল কথা কোথায় যাবো আমরা!
কার নিকট যাবো স্বর্গ পেতে চিনাবে সে?
নিজ নাহি স্বর্গ চেনে চিনাবে কেমনে?
নিজ না জানলেই তো অপরকে জানাবে
চেনাবে এসো মানুষ সকল সুন্দর পথে।
চলি আমরা সঠিক মন প্রাণ বিধাতা হুকুম
সেই চলমনটি প্রাণে দিবে শান্তি বিধাতা!
আসলে মানুষ প্রকৃত পক্ষে কি চাই জানি
আমরা মানুষ নাম বহণ শরীর খানা।
সত্য ই কি আমরা মানুষ জ্ঞান অর্জন কি
করতে পেরেছি, অপরাধ ভরা মনটি?
মানুষ হবে অপূর্ব সুন্দর মন প্রাণ তৃপ্তিভরা
লোভ থাকবে প্রকৃত অর্জনে মানুষের।
উপর উঠার ইচ্ছা প্রবল: কর্ম-শূন্য গোয়াল
আসলে মানুষ প্রকৃত কি চায় অজানা।