মানুষ সততার কথা বলে সত্য নিয়ে খেলে
করে খেলা ওরা।
ওরাই দেখায় মনুষ্য পরিচয় রম্য রচনা মন
কোথায় দেখা ঐ'
জীবন রচনা বহু মন বহু কথা ভাবনা একই
ভাল মন্দ সদা।
সকলেই মানুষ পরিচয় বহণেরই কি নিয়ম
সাধু সাধু সকল!
চোরও সাধু; সাধুও সাধু; লুচ্চারা কোথাও..
সাধু; ঘুষখোররা!
ওরাও কারো না কারো নিকট সাধু; শেষের
পথের পথিক কে বা!
যে মানুষগুলি অপর মানুষ মেরে ঘরে আসে
সেই মানুষেরা হাসে..
তাদের পরিবার পরিজন সন্তান-সন্তোতিসহ
তাহলে বুঝি কি?
না পারি না চাই না বুঝতে মানুষ কত ভাল?
অনন্য অসাধারণ!
নির্দয় হ্নদয় চলমান মন পথের পথিক ওরা
সভ্যতা ওদের ভরা।
ওদের জীবন রচনায় সৃষ্টিকর্তা ওদেরই রয়
ওরা শেষ অব্দি রচনা।
ওরাই যেন আসল সৃষ্টিকর্তা বিপথগামী পশু
মানুষ নামক কলংঙ্ক।
মানুষ যেখানেই যাক না কেন সভ্যতা যদি
মন প্রাণ প্রকাশ্য অন্ধত্ব!
সেই মানুষরা কাজে-কর্মে সভ্যতা সমস্ত
পথচলাতেই অসত্য চল।
স্বর্গ কোথাও মিলে না যত ভাবনা স্বর্গীয়
ঐ'সকল অসভ্য মানুষ!
সেই সকল মানুষ তাদেরই গড়া কর্মস্থল
ঐ'একই রকম চেতনা।
ঐ'যে কথায় রয় না সৎ সঙ্গতায় স্বর্গবাস
অসৎ সঙ্গ সর্বন্যাশ।
মানুষ যদি প্রকৃতই না হয় মানুষ ঐ'সেই
মানুষ কখনো মানুষ নয়।
মানুষ সত্য প্রশ্নই আসে না ঐ'তাদের হতে
মানুষ সত্য সততা বিরল।