খেলা খেলা খেলা!
মানুষ করে মানু নিয়ে খেলা
এ আবার কেমন কথা?
মানুষ নিয়ে করে খেলা মানুষ
আমরা করি কাজ-কর্ম!
মানুষ মানুষ বলে কথা এ'ধরা
বিধাতার বিধান ঐ'যে!
সাঁজানো গোঁছানো পরিবেশটি
গড়তে জানতে হবে।
সুন্দর পরিবেশ মানুষ মানুষে
সেই জীবনই মন্যষ্য।
কেমন করেই বা খেলছে মানুষ
কিসের নেশায় কেমনে?
কি লাভ হচ্ছে খেলায় মাতোয়া
পরিনতিতে দিতে হিসাব।
ধ্বংস লীলা-খেলা শেষ একদম
তার পরেও কি মানুষ!
করছে বন্ধ মানুষ নিয়ে খেলা?
অবহেলা দাম্ভিকতার।
মনুষ্যত্ববোধের বিকাশ অদেখা
এমন সমাজ মানুষ চল!
মানুষ হয়ে মানুষকেই ঠকায়
কি যে এক মানুষ নামক!
অমানুষ ভাবনা দেখছি সমাজ
এমন খেলায় মাতোয়ারা!
যদি না করে বন্ধ মানুষ মানুষে
কখনো শুদ্ধিতা বিকাশ লাভ..
করবে কি কখনো মানুষ মানুষরা?
মানুষ নাকি আশরাফুল দল!
আসলেই মানুষ আশরাফুল হয় যদি
বিধাতার দেওয়া জীবন বিধান।
সুশিক্ষার্জন জীবন যাপন চলাচলরত
আদর্শ ন্যায়-নীতি-নৈতিকতার।
সেই মানুষ প্রকৃত মানুষ আশরাফুল
মাখলুকাত এ'ধরার বুকে।
এমন মানুষ আজ পঞ্চান উর্দ্ধ দেখা
তথাপিও পাইলাম না দেখা।
এরই মধ্যে মানুষ মহানুভবতা মন
চুরি করে ঘরে ফিরে আদর্শ!
সেই চোর কারো পিতা-মাতা-সন্তান
পরিবার ভূক্ত আপন জনারা।
প্রতিবেশী অফিস আদালত সর্বদায়
হাট-বাজার-গ্রামগঞ্জ সর্বত্রেই।
কৃষক ঠেলে অপরের জমিন হাতাল
সেই ঠেলা জমিন ফসল নেয়..
কোথায় নেয়? নিজ ঘরে অবৈধ ভাবে
এমন অমানুষ অভাব নাই'রে!
তা হলে এবার বলুন মানুষরা আবার
আশরাফুল মাখলুকাত কেমনে?
মানুষ নিয়ে করলে লেখা সেই মানুষ
কখনো কখনো নয় আশরাফুল!