মানুষ যদি সত‍্যই নিজকে জানতে পারে
তৈরি হয় প্রকৃত জ্ঞান অর্জনে!
ব্রতঃহতে পারে সঠিক পথ প্রদর্শন চলন
চেতনা জাগ্রত সভ‍্যতা বিকাশ।

শিক্ষার্জন সুনাম সুবুদ্ধি ঊষার আলোতে
প্রকৃত প্রকৃতি যেমন নিঃস্বার্থক!
বিনা শর্তেই প্রেম নিবেদন বিধাতারই দয়া
সমস্ত সুখ বিলাপ বিকাশ প্রাপ্তি!

মানুষ যদি হতে পারে প্রকৃত আসল মানুষ
চিনবে তারাই যারা বিধাতানুসারী।
চন্দ্র-সূর্য-গ্রহ-তাঁরা-নক্ষত্র-উপতারকা পাহাড়
পর্বত সুন্দরবন নদী-নালা-খালবিল।

সমূদ্রের নানান জাতের মানব কল‍্যাণ আমিষ
প্রকৃতি প্রাকৃতিক প্রাপ্ত মানুষ কল‍্যাণ।
পানি পানে রয় জীবন তৃঞ্চা মেটায় বিনা পঁয়সা
সব বিধাতার দয়া ছাড়া আর কিছু নয়।

মানুষ জ্ঞানী হলে অনন‍্য সুখ জীবন পাবে এ’ধরা
বিনাশ্রম বিনাকষ্ট পথভ্রষ্ট জীবন চলনে!
কেমনে মানুষ হতে পারা যাবে মানুষ প্রকৃত জন?
অসত‍্য পথচলা মানুষরা সভ‍্যতা পাবে না।

মানুষ মানে কাজ কর্ম মনোনিবেশ ভক্তি বিধাতায়
সঠিক পথের পথ চলা সত‍্যের সভ‍্যতায়!
যেখানেই যাবে সেখানেই মনটি উদারতা সুউচ্চারণ
পরচর্চা পরনিন্দা নয়; মানুষ কত সুন্দর।

মানুষ যদি হয় মানুষ সভ‍্যতা সকল তরে বিজরিত
এমন মানুষের অভাব দেখছি এ’ধরাতে।
তবে কি করে বলি মানুষ হচ্ছে জ্ঞান বিজ্ঞান সেরা
ধর্মপ্রাণ বিদ‍্যতা চতুর চতূরতা কেন মনূষ‍্য?

মূল জায়গা ছেড়ে চলছে মানুষ অমূল‍্যে যোগসাঁজ
মিথ‍্যা বলে ফুঁর্তি করে' করতে বেজায় খুঁশি!
সত‍্যের পথচলা নয় কেন অবিচল এ’কেমন মানুষ
সমাজ হবে কার বলে সভ‍্য বলিয়ান বলি?

এমন মানুষ কবে হবে জন্ম কোন সতিমাতা উদর
সেই সন্তান এ’ধরা রক্ষায় হবে কল‍্যাণকামী?
সেই না দেখভাল করবে পরিবার সমাজ দেশ-দশ
সেই মানুষ সন্ধান অপূর্ব মানুষ কত সুন্দর!
******************************
বাণী: চলমান...