দেখো মানুষ সকল; শোন কথা শোন!
আমরা মানুষ কতটাই আপন;
এক অপর জনার তরে নিরাপদ চাদর
পরিবার-পরিজন-আত্নীয়-স্বজন।
একটি আচার-অনুষ্ঠান হৈ হুল্লোর মন
প্রাণবস্ত সুন্দর সুখ জীবনবোধ!
যদি থাকে মিল-মিশ-স্বর্গ শোভা ভরা
গড় মিলে হয় দিশে হারা পন্ড।
ভাল আর মন্দ মানুষ জীবন চলমান
তাই বলে কি আকাশ-পাতাল;
ফাঁরাক হতে পারে সুসম্পর্ক রসাতল?
তবে কি করে হবে মধুচন্দ্রিমা?
বন্দন জানো স্বার্থপর মন মানুষ সকল
পরধন চর্চা পর নিন্দা কেন'রে?
নয়তো পরধন আর পরচর্চা মন মানুষ
ভাবনা স্বর্গ পাওয়া পেতে মনটি।
এসো মানুষ সকল কর্ম করি সুন্দর পন্থা
সমাজ চলি অবিচল উত্তমতা মন।
দেখা দিবে না আপনত্বে ফাঁরাক ব্যবধান
রুচি পরিচয় জানতে মূল্যবোধত্ব।
মানুষ যদি মহান মন তৈরি জানি হও তুমি
এসো আলোর পথ ধরি মানুষরা।
বিধাতার দয়া্ কামনায় বিধান ধর্ম মান্যতা
পালন করি সভ্যতা সুন্দর সুউচ্চ।
ঐ'যে দেখবে কতটাই উত্তম সুন্দর মনুষ্য
মহান মানুষ যদি হই থাকবো এক!
একসাথে সকল জনা মানুষ আমরা জাতি
স্বর্গ পেতে নেই কোনই মানা মূল্যে।
××××××××××××××××××
বাণি: সেখানেই স্বর্গ অনুভূত! যেখানে মূল্যবোধ তৈরিতে মানুষ সংকল্প করে। আর আদর্শ মানুষ হতে নিজ হতেই তৈরি হয়। আসেই মানুষেরাই মনুষ্যত্ববোধ মানুষও বটে।