এই মাত্র দেখা সরজমিন পরিদর্শন কত কথা
কি কারণ কিসের জন্য করছে আমরণ!
অনশন ঝঞ্জা ঝামেলা ঝঞ্জাল দাঙ্গা-হাঙ্গামা
সত্য কি মানুষ কর্ম এতো সব অপকর্ম?
মানুষ মানুষ হবে বিজ্ঞতা বিদ্যতাপূর্ণ অসাধারণ
সেই মানুষরা করছো কেমন করে ঐ'রকম।
চরিত্র বিনোদন বিবেক বিবেচনা সভ্যতা বিলাপ
মুগ্ধতা ছড়াতে অনুগামী প্রত্যয়ী সকল তরে।
আমরা স্বর্গ খুঁজি সভ্যতা অজানা সেই মানুষেরা
হবে কেমন করে মানুষ বলি আমরা জানি?
মানুষ যদি না হয় মানুষ; দেশ কিসে শুদ্ধি লাভ
মানুষ পরিচয় সন্দেহাতীত হাই'রে মানুষ!
****************************
বাণী: মানুষ যদি না হতে পারে মানুষ! সেই মানুষ কখনোই সমাজ বুকে কল্যাণী হতে পারা দায়। এমন কি অপরিপক্ক অজ্ঞান স্বভাব মানুষেরা কখনোই নিজ কল্যাণ যেমন আনতে পারে না। অপর দিকে দেশের কল্যাণও বয়ে আনতে পারে না। তাই মানুষ হিসাবে অবশ্যই জ্ঞানী হতে হবে। তবেই নিজ কল্যাণ ও দেশ দশের কল্যাণও অবধারিত।