মানুষ হওয়া সহজ নয় এ'ধরার পর
এসো মানুষ সকল ধর্মের পথে।
চলো চলি সঠিক জীবন গড়তে শিখি
এমন কোন কাজ কেন করি বলি?

সেই কাজ মানুষ হয়ে মানুষকে বলি
ওকি মানুষ নাকি ওরা অমানুষ!
মানূষ হলে কি আর ঐ'রকম করতো
অমানুষ দলবল হদসছাড়া দল।

এমনটি কথা গল্প বার্তা সমালোচনা
শুনতে কি সমাজ বুকে ঘৃণাভরা!
লাগে ভাল দু'টি কান পেতে শূনতে?
না না না! ভালোলাগে না ঐ'চর্চা।

আশা করা যায় না মানুষ জন্মশোভার
সভ‍্যতা হারালে অমানুষ হতে হয়।
শুধু মাত্র বিবেক অবিবেচনা বোধ মন
সেই মানুষেরাই হয় সমাজ ঘৃণিত।

করে কলংঙ্ক নিজ জীবন চলার পথের
পরিবার সমাজ দেওয়া ধীক্কার।
ঘৃণিত অমানবতা জীবন যাপন অসহায়
শেষ জীবন সব হারা যাপিতে।

তাই তো বলি এসো মানুষ এসো চলি
সঠীক জীবন পেতে সভ‍্যতায়।
মানুষ হও; হই সকল জ'না সভ‍্যতায়
সুখ শান্তি বিরাজ এ'ভূবণটি।
**********************
বাণী: মানুষ হও! মানুষ তখনই মানুষ হতে পারা যাবে। যখন সভ‍্যতার হিসাব নিজ হতেই সঠিক জীবন অনুসন্ধ‍্যান লাভে পরিচর্যায় নিজকে উন্নত মান জীবন যাপন করতে ধর্মীয় অনুশাসন দীক্ষা গ্রহণ করবে। আর সেই সকল মানুষেরাই মানুষ হও স্বপ্ন পূরণে সক্ষম।