মানুষ হবে স্পষ্ট ভাষার
কেন মানুষ সংকোচ!
দ্বিধা-দ্বন্দ জীবন মুখটি
যেন অসহায় প্রকাশ।
অথচ লোক ঠকায়েছে
যাকে ঠকায় তাকেই।
পরিচয় আলাপ চারিতা
সমস্যা বলতে দ্বিধা।
কেন'রে মানুষ টাকা নিলা
তড়িত গতি হবে কাজ।
টাকা পেয়েই গতি কমতি
হাজার জিজ্ঞাসা চাহনি।
মুখে কথা বের হতে সময়
কত যেন জ্ঞান গম্ভির।
হায়'রে মানুষ সভ্যতা দেখা
পরিচয় ফুটানি সেরাজন।
অথচ পাগলপাড়াতে বসবাস
না আছে রূপ গুণ না চরিত্র।
এমন করেই কর্ম সেবা চলাচল
কোথায় স্বর্গ কোথায় নরক!
পর ধন বেশ মিষ্ট অদেখা স্বর্গ
হিসাব তোদের দিতেই হবে।
বিধাতার দরবার সহজ পারি নয়
কর্ম করলে ভাল ফল সুমিষ্ট।
*******************
বাণী: আসলেই কি মানুষ প্রকৃতই উত্তম! এতো অর্থবিত্ত ধন কুবের। সঠিক মানুষ রয় এ'ধরণীতে? আমার সন্দেহ কখনো মিথ্যা হয়নি। মানুষ ভুল ফুল দেখতে সুন্দর পচলে গন্ধ হয়। মানুষও এক রকম ফুল। পচশীল। যা অপকর্ম করলেই পচে যায়। সেই সকল মানুষেরা আর কখনো ভাল হতেই পারে না।