লিজা তুমি ঐ'সেই আদরের মিষ্টি মেয়েটি
কোথায় যেন দেখে ছিলাম?
ও হে হে মনে পড়েছে; ঐ' যে মধুপুর নাম
একটি গ্রাম খানার খাঁনবাড়ি।

গিয়েছিলাম ঐ'আমার শশুরবাড়ি সেই দেখা
তখন তুমি ক্লাশ টু'তে পড়তে।
আজ অনেক বড় হয়েছো বেশ মিষ্টি লাগছে
কি পড়ছো ইন্টারমিডিয়েট ফুফা।

ফুফা তুমি কেমন আছো অনেক দিন পরদেখা
ফুফী কেমন আছে সালাম জানিও।
বেড়াতে যাও না অনেক দিন মনে তোমাদের
সেই ছোট্ট বেলায় দেখা গল্প কথা।

ও হে মা বেশ তো কি যেন বললে পড় ইন্টার
জ্বি ফুফাজান পরীক্ষা শেষ করেছি।
ফলাফলের আশায় অপেক্ষা করছি দোয়া চাই
জ্বি অবশ‍্যই মামনি ভাল ফল কাম‍্য।


মানুষের মতন মানুষ হতে প্রত‍্যয়ী মন প্রত‍্যাশা
সেই মন গড়তে লাগবে একনিষ্ঠতা।
ছাত্র-ছাত্রী বয়স প্রয়োজন কঠোর অধ‍্যাবসায়ে
আয়ত্ত্ব জ্ঞান লব্দি সুশিক্ষা গুণিজনা।

তবেই সৎ চরিত্র সুকর্ম সুফলা মানবতা মানুষ
একক কিংবা যৌথ চলবে স্বর্গীয়!
এহকাল পরকাল সর্বত্রেই সমতা জয় এ'জগৎ
প্রজন্ম তোমরাই বংশধর মোদের।

স্বদেশ-বৈদেশ করবা জয় সুশিক্ষা চরিত্রগুণে
উত্তম মানুষ উত্তম পথ দেখা পাবে।
অনেক ভালো লাগা রইল মামনি দেখা হয়ে
অনেক ভাল মানুষ হবে আশা রইল।

তোমার মামনি আমার শালিকা ছোট বোনটি
কত ভাল মানুষ সে নাজমা নামটি।
যেতাম যখন বেড়াতে হাসিখুঁশি চঞ্চলা হরিণী
ছটফট অ‍্যাপ‍্যায়ন উচ্ছাস মনটির।

মায়ের মতন হাসিখুঁশি থাকবে সুন্দর স্বভাব
সুখ কামনা করি জীবন চলার পথ।
উপযুক্ত মানুষ হবে এই সমাজ তটে গর্বিত
ভাল থেকো জীবন ভর দোয়া রইল।
**************************
বাণী: আত্মীয় একে অপর প্রতি শ্রদ্ধাশীল হতে হয়। বড়রা যখন সুন্দর বন্দনে আবদ্ধ হয়ে চলতে থাকে ছোটরা মানে প্রজন্মরা উহার সুফল ভোগ করে। তারাও যখনবেড়ে উঠবে অনুকরণ করেই বংশের ধারা বাহিকতা বজায় রাখতে সক্ষম হবে। অন‍্যথায় সম্ভব নয়।