ঐ'বাগানটি দেখতে বেশ হরেক রকম ফুল সৌরভ
ভরপুর কত ফুলেল সমারহে ঘেরা।
এমন একটি গাছ দেখতে সাদা-মাটা গরম সিজনে
পাতা বিহীন ডাল পালা দন্ডায় মান।
মনে হবে দেখা গাছটির মৃত প্রায় কেমনে দাঁড়িয়ে
পরখ গরম শেষে শীত মৌসুম যেন!
সবুজ পাতায় অঙ্কুরিত ধীরে ধীরে এক অসম্ভব রূপ
আকর্ষনীয় অবর্ণনীয় সৌন্দর্য শোভা!
দেখা মিলন মেলা মানুষ মাত্রই ফুল ভালোবাসা মন
প্রেমিক-প্রেমিকা-ছোট-বড়-ত্র-দেশের;
সন্তানেরা উপভোগ্য সেরা অনিন্দনীয় ভালো লাগা
অসাধারণ সবুজ পাতার মাথায় ফুল!
অপূর্ব সুন্দর ফুলের মুকুর শোভা ছড়ায় মানুষ প্রাণ
প্রদর্শিত দর্শনার্থীরা ঘ্রাণ নেন; ঘ্রাণপ্রিয়।
চমৎকার ভাবনা ভরা হৃদয় আত্মার শুদ্ধি ঊষা মেলা
দেখা অদেখা জানা অজানা জ্ঞানার্জন।
সব ভালো লাগা সব ভালো নয় তো মাকালও বেশ
অদেখা অজানা অসাধারণও অতিউত্তম।
তেমনটি কাঠ গাছ ও ফুল জন সাধারণ অচেনা রয়
ঐ'কাঠ গাছ ফুল বেশ অপূর্ব ঘ্রাণে মুগ্ধ।
******************************
বাণী: অনেক অজানা রয় মানব জীবন সায়াহ্নে। অনেক সৌরভই ভোগ করা হতে অপূর্ণ রয়ে যায়। যা পূরণে অক্লান্ত পরিশ্রম দ্বারা সামান্যতমই পূরণ সম্ভব। যা কখনো সম্পূর্ণ হবার নয়।