বিধাতার বিধান শিক্ষনীয় পরিভাষায় জ্ঞাত
ভাল কর্ম ভাল ফলাফল নেই সন্দেহ!
ভাল কর্ম ভাল ফল কোথায় মূল্য কে দেয়
মুখে অনেকেই বলে ভাল লোক নাই।
সত্যই কি মানুষ ভাল লোক খুঁজে ফেরে ঐ'
সেই ছোট্টবেলা হতেই তৈরি পবিত্রতা।
হে আল্লাহ্ কখনো পথ হাটাও না বক্র পথে
রক্ষা করিও সরল পথ জীবন সায়াহ্ন।
সেই চলে আসা আর দেখা দেখছি কত রঙ্গ
মানুষ মুখে বলে আমি ভাল মানুষ!
অন্তর শয়তানে ভরা অনিষ্টতায় বিচলিত মন
কাকে ঠকায়ে কাকে করবে নিজপক্ষ।
সেই ভাবনায় বিভোর মশগুল প্রাণ ব্যতিব্যস্ত
ওদের আবার স্বর্গ নরক বিধাতা বিধান!
জীবন চলার পথে কখনো করিনি অমঙ্গল মন
মানুষ নামক ভাবনা জগৎ এ'ধরার বুকে।
উপকার করতে পারলে বেশির ভাগই করেছি
না পারলে ভুল মাত্রাতেই অকল্যাণ নয়।
সেই মানুষটাকেই অপব্যাখ্যায় ন্যায় অন্যায় নয়
করে থাকে অপমান অপদস্ত এ'চাওয়া।
ভাল মানুষ চাহে খুঁজে ফেরে সকল মানুষ জনা
মানুষ অধিকাংশ মিথ্যুক নিজ অহংকারী।
সভ্যতা পরিচয় দেয় দেখা শোনা অভিজ্ঞতা কথা
আসলেই মানুষ ভাল মানুষ চায় কি বলি?
বিধাতার বিধান যেখানে নির্দেশ রয় জীবন বিধান
মান্য তবেই সেরার সেরা মানুষ ধন্য হবে।
অন্যথা অহেতুক জাতিতে পরিণত অসভ্যতা প্রকাশ
না দুনিয়া না আখেরাত সব হারায়ে ভ্রান্ত।
তাই তো বর্তমান দেখা দেখতে পাচ্ছি মানুষ মধ্যে
শুধুই অভাব আর পর ঠকানো চাল-চলন
না আছে চরিত্র ঠিক; না নৈতিকতা পরিচয় সাম্যতা
সমাজ ছাড়া অনৈতিক কর্মকান্ড সবাশান্ত।
কোথায় শেষ ঠিকানা ধারণাটাই গুলিয়ে দিশেহারা
মানুষ হবে বিধাতার অনুসারী নম্র-ভ্রদ্র-মন।
চাল-চলন-বাক-বাক্য-সুশিক্ষা-ন্যায়-পরায়ন-প্রাণ
তবেই তো শেষ ঠিকানা তৈরি পূর্ণতা ভরা।
******************************
বাণী: কোথায় শেষ ঠিকানা জানতে অবশ্যই ধর্মীয় অনুশাসন মেনে জীবন যাপন করাটাইউত্তম। আর সেই মোতাবেক চলতে পারলেই প্রশান্তি।