যেখান রয় ভালো লাগা; সেখান রয় প্রেরণা
এমন মন চাই তৈরীতে; রইবে মুক্ত অণুভব!
আমরা তখনই মানুষ হব; সততা সত্য যোগ্য
কঠোর মনবল শ্রম বিনা; সুখ হতে পারে কি?
জীবনবোধ সুখ সচেতন; দীপ্তমান বিদ্যতাপূর্ণ
চরিত্র হল স্বর্গ মূল্যমান; যে জন আপেক্ষিত!
কোথায় স্বর্গ-নরক রয়; সেই না জানা আগ্রহ
ঐ'মন ধীর মনোবলে; জানা কোথায় প্রেরণা।
**************************
বাণী: যেখানে প্রয়োজন রয়; সেখানে মানুষ সানিধ্যতা লাভে ধন্য হতে চায়। সেই ধন্য হওয়াটা যদি প্রকৃত বিদ্যতাপূর্ণ জ্ঞানের আলোতে উদ্ভাসিত জন হয়। তবেই সুমন মানুষ মানুষের কল্যাণময়। অন্যথায় সাবধানতা অবলম্বন করেই মানুষ মানুষ হতে কোথায় প্রেরণা চাওয়াটা হিতে বিপরীত।