এমন সুখ কোথায় রয়, সেখান বাঁধব ঘর
কে আছে এমন এ'ধরণীতে কোথায় বাস?
সভ‍্যতা সকল মানুষ চায়! বলে মুখে মুখে
প্রকৃত মানুষ আছি কি আমরা বলি সত‍্যটা?

হায়রে মানুষ হদোস ছাড়া; নাম ছাড়া বেশ
ফুল বাবু কোথা রয় নাম ঠিকানা অজানায়।
সুন্দর সকল খোঁজে; আসল নকল অচেনা
তাই তো বলি কোথায় বাঁধবো ঘর এ'ধরা?

যে ঘর নিতে ঠাঁই; সে ঘর হয় বড় স্বংশ্বয়
কেমনে কাকে নিয়ে রই বলি না এ'ধরাতে
কে আছে এমন সেই জন রইবো  থাকবো
সকল তরে সকল জনা আমরা এক অপর?

সুন্দর দুনিয়া কত ভালো লাগা রয় সর্বোত্র
তুবও কেন যেন একটি মানুষ অনন‍্য রকম!
তুলনা করা যায় না একে অপর জনা হতে
কার সাথে বাঁধবো ঘর বলি কেমন সখাসম।
**************************
বাণী: একা চলতে পারা যায় না বলেই মানুষ সমাজ বদ্ধ হয়ে বসবাস করে থাকি। প্রকৃত পক্ষে আমরা যে চলি সমাজ বদ্ধতায়; আসলে কি চলা হয়? সমাজ ব‍্যবস্থা আস্তা একটি গাড়ল। যা মানুষ ফেলথেও পারে না আবার না মেনে বসবাসও করা যায় না। এই সমস্ত কথা শুধু মানুষ নিয়েই। তাই সমাজ ব‍্যবস্থা একটি জটিল সমীকরণ।