এসো কথা বলি
বলতে শিখি!
কথা বলাও আর্ট
সুন্দর ভাষায়!
শুদ্ধ উচ্চারণ কন্ঠ
সুমিষ্ট হাস‍ির।
স‍দ-ব‍্যবহার শেখা
সদা সত‍্যই।
বলার অভ‍্যাস চাই
সদা সভ‍্যতা।
মিথ‍্যাকে না বলা
হিংসা নয়।
হিংসা বড়ই পাপ
ধ্বংস হয়।
মিথ‍্যা বলা অন‍্যায়
পরিবার সর্বত্র।
সৎ সঙ্গে স্বর্গবাস
অসৎ সর্বনাশ!
সুন্দর ভাষা কথ‍্য
অমূল‍্য সম্পদ।
অগোছানো কথ‍্য মন্দ
ভাষা অপ্রকাশ‍্য।
সর্বত্রেই গড়মিল দেখা
হাস‍্যকর কথ‍্য।
মার্জিত স্পষ্র্টতা কথা
রক্ষা মার্তৃভাষা।
************
বাণী: চলমান