ওরে মানুষ শোন সকলেই শোন মনটি দিয়ে
এমন কর্ম করিও না কখনো!
কর্মফল যেন অভিশপ্ত জীবন পরিনত না হয়'
লবণ, আলু ভর্তা ভাত খাও।

কোন মত জীবন ধারণ কর, তবুও অপকর্মে
খেওনা কুরমা পোলাও রসনা।
অযোগ‍্যতায় জোর জুলুম মানুষ হয়ে মানুষ
ঠকিয়ে রাতারাতি বনা ধনী!

পাপ বাপকে ছাড়ে না, একদিন দিতেই হবে
কি দিতে হবে, হিসাব এ'ধরা?
দেখ মানুষ সকল দেখ; যারাই করেছে ঐ'
বদাভ‍্যাস অপকর্ম জীবন মন!

সেই সকল মানুষরাই এক সময় ধ্বংস হয়
শুধু বিধাতা অপেক্ষা থাকেন।
হুকুম কখন দিবেন' শেষ সময় পর্যন্ত দেন
তারপরেও যদি বুঝতে না পারে!

সেই তারাই ঐ'সকল মানুষ ধ্বংসে পতিত
পবিত্র আল-কোরআন শরীফে....
উল্লেখিত মানুষ শত শত বার অতিরিক্ত কথা
অতিরিক্ত ভোজন, খরচ, দাম্ভিকতা,

মানুষ হয়ে মানুষকে অবহেলা, নির্যাতন, কটু..
কথামিথ‍্যা অপবাদ দেওয়া, হিংসা...
অতি-বিলাসী-বিলাস জীবন রচনা নিজ বুঝ'
বাকী সকল আহম্বুক ভাবনা।

নির্যাতন শেষ পর্যায় প্রবেশ, যা ভাবনা বাহির
স্বর্গ নিজ কামনা নিজস্ব খোদা'
নয়তো স্বর্গ স্বর্গীয় হতে প্রাপ্তি আশা সেই কর্ম
ধর্ম কর্তব‍্য পালন মধ‍্য দিয়ে।

এমন সকল মানুষ ধ্বংস অবধারিত তাই তো
আজ দেখতে পেলেন দীর্ঘ শাসন..
ব‍্যবস্থায় দেশ পরিচালনার বৈষম‍্যতার স্বীকার
স্বৈরাচারিত মন-মানসিকতায়।

রেহায় পেল না কোন পরদেশ অপশক্তি ব‍্যবস্থা
পালায়ে কোন মত প্রাণ বাঁচা।
এমন গর্বিত অপশক্তি মানুষ হওয়ার চেয়ে এক
অতিসাধারণ মানুষ হওয়া উত্তম।

এতো সুন্দর জীবনের পথ পেয়েও কর্মফলেই
ধ্বংস হল নিজকরলো পরিবার।
জন্মদাতা পিতার কিছুটা হলেও স্বার্থক জীবন
সেটাও করে দিল কুসন্তান কর্মে।

এমন কুসন্তান বাংলার কোন মায়ের পেটেতে
দ্বিতীয় গর্ভধারণ না ঘটে বিধাতা...
প্রতি ফরিয়াদ করছি হে মহান আল্লাহ্ কবুল
করি এই মোনাজাত মানবতায়।

কর্মফল হলে ভাল আর যায় কিছু হোক ঐ'
কুসন্তান বাংলার মাটি নষ্ট নয়।
যে সন্তান নিজ দেশকে ভাল বাসতে পারে
না। সেই সন্তান কখনো মনুষ‍্য নয়।