কথা বলা বড়ই সহজ
কথার ল্যাগাম নিষ্ঠুর!
চিন্তাশীল বড়ই শক্তি
মানুষ মনুষ্যত্ব জাগ্রত।
যেখান থাকে না দ্বন্দ
কথা ছুট হলে ব্যর্থতা।
মন খারাপ দলবলরা
বাসে বাঁধা একত্র জট।
এমন জটলা বাঁধন ঐ'
সকল সঙ্গ-সঙ্গীরা কি
যেন পেয়ে বসে সঠিক
লোকটির উচিৎ কথায়!
তাই কথা চেপে রেখে
চিন্তাশীল লোকরা এক
অসাধারণ অনন্য মানুষ
কেউ নয়তো শত্রুতায়।
এমন চিন্তা চেতনা মন
সত্যই দুনিয়া বিজয়াত্ব
বেশ থাকে ভাল এ'ধরা
থাকে না মাথা ঘামানো।
অবুঝ মন মাথা গরমরা
কথা বলে বেশি কথাতে
মনে ভাবনা করছে বেশ
মন হালকা বলেই শেষ।
কিন্তু শুনলে ওয়ালা সেই
তারা যারাই শুনেছে কথা
করেছে মন খারাপ তারা
মনেরই মধ্যে পুষে রাখা!
বিষ বপণ এক সময় বিষ
ফোরণ চলমান অমনুষ্যত্বা
সুযোগ পেলেই দেয় উর্দ্ধ
চরণ গুরুচন্ডালী অপদস্ত।
তাই তো বিধাতাকে বলি
ওরে বিধাতা কোনটি সত্য?
কিসে তুমি খুঁশি ভাল পাও?
জগৎ সংসার ভাবনা বড়!
তুমি বলছো তুমি সব জান
যা প্রমাণিত ধর্মীয় গ্রন্থখানা
যেন এক অসাধারণ অনন্য
প্রেরিত মহান আধ্যাতিকে।
অথচ ভাল থাকতে চাই তো
রাখ না কেন ভাল করছি যে
তোমাকে জিজ্ঞাসা? বল না!
এই ভাল রাখ এই মন্দ রাখ।
সভ্যতার চাদরে আবৃত্ত থাকা
মন-মানসিকতা সেই জীবন।
তবুও কেন দেখা মেলে সব
অনাচার অসভ্যতার পরিচয়?
বল না কোন পথে তুমি খুঁশি
সেই পথ দেখাও না বিধাতা!
ভাল আর লাগে না এ'জীবন
শূন্যতায় পূর্ণতা নেই এ'ধরা।
কথা কম কাজ বেশী চুপটি
হাজার ফুলের রহস্য গন্ধির
সুঘ্রাণ চেতনা মানবতা দেখা
সব চেয়ে চুপ চিন্তাই শ্রেয়।।