ওরে মানুষ শোন সকল কেন ভেজাল করো
মানুষ হয়ে অমানুষ রুপ ধারণে?
সঠিক পথটি সঠিক জীবন জ্ঞানমান জানো
সেই সুন্দর জীবন ভেজাল বিহীন!

চলো চলি এক সাথে করি মিলন দু’টি হাত
করি মিলন চমৎকার মন মানসিক।
চলি চলো হাসি খুঁশি মন অবিচল ঊষামনে
ভাবনা প্রকৃত তৃপ্ত অতৃপ্ত অচেনায়!

শুভসূচনা শুভকামনা জানতে শিখে নাও না
একে অপর চেতনা ভরা অনন‍্যতা।
আমরা মানুষ হয়ে কেন হই অচেনা এককে
হিংসা মন কখনো রাখবে না প্রাণে।

সেই মানুষ মানবতা জীবন ভেজাল নয়তো
পরিবার প্রতিবেশী সমাজ সততার।
জাগ্রত জাতি অসারারণ পরিবেশ সাম‍্যতার
শুভ উদীয়মান উদ্ভাস কর্মময় ফল।

একে অপর ভেজাল কখনো করিও না মানুষ
করলে ভেজাল শেষ হয় না কখনো।
দ্বন্দে দ্বন্দ বারে ভেজাল ছাড় ওরে মানুষেরা
অনৈতিক লোভ লালসা করে ভেজাল।

সভ‍্যতা মনটি বলে কথা চমৎকার রেটিনার
জ্ঞান কোষ অম্বেষণ আহরোণ মনুষ‍্যতা।
ওরাই ভেজাল নাম কখনো বোঝে না এ’ধরা
এসো মানুষ এসো ভেজাল বিহীন চলো।
***********************
বাণী: ভেজাল মানুষেরা জীবনে কখনো সুখ কি মর্ম অর্থ তার মর্যাদাই বোঝে না। এমন সকল মানুষকে দেখা যায় এই ভাল এই মন্দ। অপর পিছন মন্দ বলে ভেজাল করে বেড়ানোই তাদের কাজ। ওরে মানুষ শোন! কখনো ভেজাল করিও না। ভেজাল জীবন অতৃষ্ট মন প্রাণ আত্মা পায় না কখনোই সুখ ও শান্ত। তাই সুন্দর মন ও মানসিকতা তৈরিতে সমাজ বুকে ভাল মানুষ রচনা করে চলাই অতি উত্তম।