কেন করলে যেখানে যে জায়গা অজ্ঞরা
চেতনা ভরা নোংরা বুদ্ধি।
সেই জায়গায় অহেতুক আধুনিকতা এক
অমূলক সভ‍্যতার পরিচয়!
কেন কিসের জন‍্য করলে যেথায় যা নয়
নিজ পায়ে মারলে কুড়াল
সেই কাজ কর্মই করেছো বুঝতে পারনি
অজুহাত উন্নয়ন কত উন্নত!
এখন সামাল দাও দেখ কেমনে পারবে
সব খারাপ আমি ভাল ঐ'কর্ম।
বাস্তবতা দশের লাঠী বহনে চাই যৌতিক
বাস্তবতার সেতুবন্ধন এ'ধরা।
তবেই দেখা মিলবে স্বপ্নরা একে অপরে
এমন মন অধিকার মানুষ কর্ম।
সফলতা সর্বত্র হারজিত একে জনতাপ্রতি
আমি আমরা কোন কথা নহে।
কথা থাকবে সকল তরে মূলযোগ‍্যতা বাক‍্য
আমরা করবো জয় এই প্রত‍্যয়।
*************************
বাণী: চলমান