কেন যুদ্ধ করো; কোন নেশায় যুদ্ধ?
এসো ভাই সকল; বোনেরা শোন!
জেনে রাখো যুদ্ধ নয় পরামর্শ করো
জিততে চেয়ো না; সুসম্পর্ক করো।

সুখ নিয়ে ভেবো না; সুখ কামনা রও
একে অপর সকল; মানুষ হই আমরা।
চেতনা একে অপর জনা: সভ‍্যতামন
আর সেই তারাই কেন যুদ্ধ নাম অন্ধ।
চলমান..