মানুষ যখন সভ্য হবে
দেশ হবে অনন্য।
মানুষ যখন জ্ঞানী হবে
মান্য করবে আইন।
এমন দেশ কামনা চাই
মানুষ মানবতা সদা।
মানুষ হবে সৎ সততার
তখনই উন্নত দেশ।
মানব জাতিরই কল্যাণ
পরিবার সমাজ তরে।
পড়ালেখা শিক্ষাপ্রতিষ্ঠান
শিক্ষক উন্নত সুশিক্ষা।
প্রয়োগ ছাত্র-ছাত্রীদেরই
সেই তো সুশিক্ষা অর্জন।
মানুষ মানবতা জীবন ধীর
পরিকল্পিত একক সত্ত্বা।
দেশ গড়ার স্বপ্ন বিভোরতা
শিক্ষার্জন প্রতিটি নাগরিক।
ওরা দেশের সম্পদ দেশপ্রেম
মার্তৃত্ববোধ জাগ্রত জাতি।
শুভকামনা অবধারিত এ'দেশ
দেশ বরেণ্য সুশাসন লব্দ!
সেই সুনাগরিক শিক্ষার্জন মন
তাদের থাকবে না অহং।
সবাই মানুষ দেশ জনতা কল্যাণ
এমন করেই মানুষ মানভতা!
তবেই দেশ গড়তে জানা সেই হ্নদ
প্রাণ টান দেশ হবে অনন্য।
সুশোভিত রচনা অপূর্ব চেতনা
মানুষ দেশ নিরাপত্তা চাইতে।
আকাশ ভরা তাঁরার আলোকিত
চন্দ্র যেন অসাধারণ জোৎস্না!
সূর্যের আলো দিবালোক কর্মময়
ঐ'সেই চেতনাবোধের তরে।
মানুষ হবে ঊষার আলোক রশ্মির
উদ্ভাসিত অনুপ্রেরণা দেশ।
চাইতে জানতে হবে একে অপররা
থাকতে হবে সহভর্মীতা।
যোগ্য লোকরা যোগ্যতা প্রমাণেই
জন-কল্যাণ গঠন মূলক!
লোভ মানুষরা রাজনীতি বোঝে না
সেই তারা শূধুই লোভ বোঝে।
লোভে পাপ;পাপে মৃত্যু ঘনঘটা মন
পাপিষ্ট জীবনবোধ অন্ধকারে।
ওদের হতে দেশ কখনো ভাল কিছু
করতে পারে না আশা-ভরসা।
কারণ ওরাই যে দিশেহারা পথভ্রষ্ট
দেশ ধ্বংস করেই ছাড়ে নিজস্ব।
সেই রকম দেশ নাগরিক অপরিচিত
ওরা আপন পর নিজ দেশ কি?
বুঝতেই চায় না দেশ বিক্রি দ্বিধানয়
সেই সকল দেশ অদেশ প্রেম!
যাক নিপাত নতুন দেশ নাগরিকরা
সব দেখে শিক্ষা নিবে অনন্য।
সমস্ত বৈষম্য দূর করে প্রতিহত হ্নদ
মানুষ মানবতা দেশ প্রেম ব্রতঃ।
এমন দেশই আশা দেশ নিরাপত্তায়
আমরা সকল এক এ'বাংলা।
সেই তো আশার আলোয় আলোকিত
দেশ যেন রেটিনা জ্ঞানকোষ।।