সত্য প্রতিষ্ঠিত হওয়া বড়ই কঠিন এই জগৎ খানায়
কে সত্য বলে আর সত্য জানে সততার নেই বলাই।
ঐ'সত্য সকল কেউ নেই সত্য চেনা সত্য ঠিকানায়
আমি বড়ই একা খুবই একা সত্য ঠিকানা পথ চলা।
সত্য নিয়ে সততার জীবন গঠন আজীবন ওয়াদায়
আল্লাহর সাথে একদম নিরপেক্ষ সাক্ষাৎকার আমি!
সঠিক পথ চলতে বাঁধা আসবে সব সময় শুভক্ষণে
হাজার হাজার লাখ কোটি কোটি অসভ্যতা দেখায়।
তাতে কি সঠিক পথ সত্য চলন সভ্যতা বিচারেই
সত্যই অপূর্ব জীবনবোধ মানবতা মানবিক প্রাণ।
অসাধারণ কর্মজ্ঞান ধারণা চমৎকার ঊষার আলো
জ্বলবে সদা সর্বত্রে জীবন নামক পরিক্রমা সততা।
মূল্যবান মূল্যবোধ মাথা খেয়ে ফেলেছে অমানুষ
ওরা এমন বিচারক অমানুষ ওরা বোঝে না সত্য!
সঠিক কোনটি অমানুষ দলবল মিথ্যাচার কথাতে
কানভারী করে বসে থাকে কঠোর বিচার নিরিহে।
হাই'রে ধর্ম-কর্ম যুথিষ্ঠীর দল অমানুষ অর্থ আছে
অর্থ শক্তি পাশবিক-পাষন্ড-অবিবেচক-অন্ধত্বজন।
চোখ থাকতেও অন্ধকার গহীন কুঁয়ায় হাবুডুবু মন
সেই অন্ধ মন দিয়ে সত্যকে করো আড়াল হাই'রে!
মানুষ নাম কলংঙ্ক হায়তো বিধাতা জানেন বাঁচা!
কত দিন থাকবে এই দুনিয়ায় আমার অজানায়।
তারপর ও বলি বেঁচে থাকবে যে কয়'টি দিনক্ষণ
জীবিত থাকতেও মৃত বোধগম্যতা জীবন প্রাণটি।
সত্য বুঝ মান না অসত্য নিয়ে সত্য চেতনা অন্ধ
হায়রে অসভ্য কবে হবি সজাগ তোর বিবেকটি?
সর্বনাশ ডেকে আনছিস অচিরেই ধ্বংস করবেই
তোর সত্য চেতনা অবচেতন অসত্য অসভ্যরাই।
*****************************
বাণী: যারা সত্য নিয়ে খেলা করে। তারা অসভ্য অবচেতন সত্য স্বীকারে অবজ্ঞা! এমন সকল মানুষদের আমার জীবনে দেখা। ওরা শেষ বয়সে না পায় বিছানা না পায় সুখ-শান্তি। না পায় পরিবার সেবা। না পায় সমাজ সুখ মুখ হাসিমাখা চেতনা সমাবেশ সেরা গুণিজন প্রশংসা। তাই তো এসো ভাই-বোন আমরা সত্য ও সঠিক পথে চলি। সুখ জীবন কামনা করি।