বহুদিন পর মাগরিবের নামাজ কায়েম
ঐ'তিহাসিক কাকরাইল মসজিদে।
খুব ভাল লাগলো সালাত কায়েম করে
সত্যই বাংলার মুসলিম সমাজের!
খুবই পবিত্র স্থান ধর্মীয় দীক্ষা অনন্যতা
উচ্চমান-মর্যাদাপূর্ণে একক সত্ত্বার।
চলমান ধারা বাহিক ইসলাম ধর্ম চর্চায়
মুক্তমন দাওয়াতী প্রচারণা মানবতা।
সভ্যতার বিকাশ লাভ হয় কিসে রক্ষায়
চমৎকার শিষ্ঠাচার চরিত্র গঠন মনটি।
সব সময় পাক-পবিত্রতায় ধ্যান মশগুল
বিধাতাই একমাত্র রক্ষা কবচ ধীরতা।
হে আল্লাহ্ রক্ষা করিও দাও জ্ঞান আমায়
এমন জ্ঞানালোয় ভরে ঊষার আলোক!
ঝলমল মুক্তিকামী মুক্ত মন-প্রাণ চাই ঠাঁই
দোয়া চাই নিজ কল্যাণ অপর সকল প্রতি!
মনে পড়ে গেলো তখন কার সময় সে'ছাত্র
এইচএসসি পরীক্ষার্থী গেলাম ইসলামী!
দাওয়াতী কাজ কতটাই যে ভালো লেগেছিল
অন্য রকম পরিবেশ সুন্দর পবিত্র সেরা।
আমরা ক'জন বন্ধু সাথী ভাই চমৎকার মনটি
গড়তে পারার মানসিকতা গড়তে স্থিরতা!
সংকল্প আমরা হবো মানুষেরই মতন মানুষ
এই দেশ-বৈদেশ সবাই আমরা একত্রবাস।
দুই যুগ পর আশা পূরণে সদ্ইচ্ছা প্রতিফলন
হল বুঝি পূরণ আমরা মানুষ সকল এ'ধরা।
আল্লাহর হুকূম আহকাম শিক্ষা গ্রহণ অতীবও
জরুরী; তাই সুশিক্ষা অর্জনে থাকা চাই।
আর সেই মন-প্রাণ-আত্মার স্পন্দন তারিত
কানে শব্দ আসে আশা জাগা সুধ্বনিত!
সুমধুর বয়ান কাকরাই মসজিদ ঈমাম বলে
রয় কথা প্রাণ খুলে দোয়া সারা জাহান।
×××××××××××××××××××××
বাণী: ধর্মীয় সুন্দর জীবনবোধ নীতি-নৈতিকতায় গঠন ব্যতিত কোন মানুষ পরিপূর্ণ জীবন লাভ করতে পরে না। আর তা কল্পনা করাটাও বোকামী ছাড়া আর কিছুই নয়।