এসো আমরা কবিতার কথা বলি
কেমন কবিতা লেখছি?
দেখে নেই না একটি বার কবিগণ
কেউ লিখছি ধর্মীয় দিক।

কেউ লিখছি মানবতা-জীবনমূখী
কেউ লিখছি প্রেম-বিরহ!
কেউ বা লিখছি ছন্দবেশ কবিতা
কেউ দেশাত্মবোধক কবিতা।

কত রকমেরই কবিতা লেখা যায়
একেক জন লিখছেন তার!
বিদ‍্যতাপূর্ণ মনের মাধূর্য মিলায়ে
আসলে সবাই কবি আমরা।
চলমান..