কত যে কিছুরই প্রয়োজনীয় তা মানব জীবনে অজানাই থেকে যায়, যা না কি জানার থাকে আমরা অনেক ক্ষেত্রেই কেন যেন জানতে পারি না বা জানার চেষ্টা করি না। আমি ছাত্র জীবন ও পাশা—পাশী কর্মময় জীবনের মধ্য দিয়ে কবিতা ও ছড়া লেখার ন্যায় লিখতে শুরু করি এবং চিন্তা করি কি ভাবে আমার লেখাগুলি প্রকাশ করতে পারবো? হাতের কাছেই অতি নিকটেই “বাংলা কবিতা” কবি ও কবিতার ওয়েবসাইট রয়েছে যা আমার জানা ছিল না, আমার একজন অফিস সহকর্মীর মাধ্যেম জানতে পারি যে কবি ও কবিতার ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কবি ও লেখকদের লেখা পোষ্ট করা যায়। ধন্যবাদ জ্ঞাপন করছি কবি ও কবিতার ওয়েবসাইট ম্যানেজমেন্ট মহোদ্বয় দিগকে। যার মাধ্যমে আজ আমার লেখা প্রকাশ করতে পারছি, সহযোগিতা কামনা রইল। কোন লেখায় পোষ্ট করতে অনিয়ম দেখা দেয় মার্জনা করবেন। এই কবি ও কবিতার ওয়েবসাইটটি আমার কাছে খুবই ভাল লেগেছে। এখানে যে কবিদের একটা আসর আছে তা আমার জানাই ছিল না, কি যে ধন্য হয়েছি এই ওয়েবসাইটটি পেয়ে। কৃতজ্ঞতা জ্ঞাপন স্বীকার করছি সেই জন আমার দাপ্তরিক সহকারী জনাব, মঈন উদ্দীনকে।
আলোচনাটি ১১৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২১/০৮/২০২০, ১৪:৪১ মি:
মন্তব্যসমূহComments
এখানে এপর্যন্ত ২০টি মন্তব্য এসেছে।