কেমন করে লিখবো কবিতা ভাবছি বসে
সব কবিতা অনলাইন লেখি।
আধুনিক যুগ বলে তথ‍্যপ্রযুক্তির আদলে
ইন্টারনেট সেবা সর্বত্র বিরাজ।

দ্রুতগতির এক অত‍্যাধুনিক ছোঁয়ার এক
লেখা পোষ্ট করায় নেই বিলম্ব।
পোষ্ট হতে ঘটে না কোনই সংশ্বয় এ'ধরায়
যদি রয় এমবি ওয়াইফাই লোড।

সচল সকল অনলাইন সু-ব‍্যবস্থা মনভরা
না থাকে এমবি-ওয়াইফাই বিফল!
যদি না থাকে পকেটে টাকা-পঁয়সা-কড়ির
অনলাইন কবি কি উপায় অন্তঃবলি!

কবিতা লেখা পোষ্ট হবে কি সম্ভব সে'চিন্তায়
কেমন করে হবে বলি লেখা কবিতা?
প্রকাশ যে অনলাইন নেই নেট ধূত' ছাঁই থাক
আজ লিখবো না নেট এলে লিখবো!

এমন করেই বিরাট বিভ্রাট ঘটালো কি জানি!
রাষ্ট্রের এতোটা ক্ষতি সর্বগ্রাসী দলরা।
অগ্নি-সন্ত্রাসী দেশ দ্রোহীরা ওরাই এ'দেশ শত্রু
অচল করে দিয়েছে তথ‍্য নেট দেশের।

এখন কি উপায় সকল যোগাযোগই রয় বন্ধ
তথ‍্য নির্ভর ব‍্যাংক-বীমা-ই'মেল ব‍্যবস্বা।
এয়ার টিকিট বুকি ভ্রমণ ভিসা কর্ম ভিসা কাজ
জরুরী পরিবহণ সেবা তথ‍্য-নির্ভরতা।

দেশ যেন একদম এক রকম অচলাবস্থা স্বীকার
ব‍্যাংক বুথে টাকা তুলতেও নেট ব‍্যবহার।
তথ‍্য যূগের অচলাবস্থা এ কোন ঘৃণিতের স্বীকার
তথ‍্যপ্রযুক্তি বেশ সাধুবাদ পরিচয় দেখা।

তাই বলে কি পুরাতন সব ব‍্যবস্থা বিনাস তথ‍্যযুক্ত
কেন'রে বিজ্ঞানী গবেষণা কেন নয়?
বিকল্প ব‍্যবস্থা মাথায় না রেখে করেছো কি কর্ম?
যতই হোক না দেশ আধুনিক ব‍্যবস্থা!

শোননি পুরান চাল ভাত বৃদ্ধিতে অটুট সত‍্য কথা
চির-সত‍্য ঐ'জ্ঞান থাকাটা চাই'ই চাই।
প্রতিটি সুনাগরিক কর্ম-পরিকল্পনা জান ন‍্যায় কর
দেশ যখন পরাধীন তখনও ছিল রেডিও।

তথ‍‍্যরই কোন ঘাটতি ছিল না শুনতো সবাই একত্র
স্বাধীন দেশে এ কেমন বিষয় বলি!
সরকার মন্ত্রী আইন-শাসন ব‍্যবস্থা চলমান তারপর
সেই দেশে এমন হাল তথ‍্য বিভ্রাট?

এই দেশে এমন কি হয়েছে একশ্রেণির নেশাগ্রস্তরা
অরাজনৈতিকেরা মাতাল তারাই।
খেলায় রত ক্ষমতার লোভ-লালসা বেসামাল দ্রোহ
হোক না ক্ষতি যার তার স্বার্থ চাই।

স্বার্থ চাই স্বার্থ চাই পেতেই হবে যে কোন মূল‍্যেই
ক্ষমা রাষ্ট্রীয় ক্ষমতা যাক না সন্তান!
যার সন্তান যাবার তার যাবে ওতে নেতাদের কি?
কত সন্তান অনদার্থ নেতাদল ভারী!

আরেক সন্তান গুছায়ে যাবে নেতা কূল ভরপুর
হায়'রে মানুষ হদস ছাড়া বেয়াক্কেল!
কিসের নেশায় কেন'রে জূটছিস তোরা অমনুষ‍্য
চিরদিন তোরা থাকবি কি দুনিয়ায়?

তোদের কি কোনই নেই জীবন ভয় অগ্নি মাতাল
দেশ প্রেম নেই বলতেই তোদের মধ‍্যে।
তোরাই আবার দেশ চালাবি এ'আবার কেমনেই?
ভাল নেশা তোদের দেশ পেলে হাতে!

কত অর্থ দরকার নিতে পারবি গরীব দুঃখী ঠঁকায়ে
অর্থের পাহাড় বানিয়ে লপাট দিবি দেশ।
সেই জন‍্য রাষ্ট্র ক্ষমতাই বেশ উত্তম একটি জায়গা
যেন অর্থ যোগান তেমন ক্ষমতা আ-হা!

এমনটিতেই যদি বেশ দু'চার বার কেঁটে যায় পর্ব
বেশ তো কোনো অবস্থাতেই ভয় নেই।
অনায়াসেই পারি দিতে পারবে অর্থ যোগানো পথ
সহজ লব্দে বনে যেতে পারবে ধনীতে।

কে আর ঠেঁকাতে পারবে ঐ'অপকর্ম শক্তি পাশবিক
ওরা ভয় করে না জেল জুলুম জরিমানা!
ভবি‍ষও অপবাদ অপব‍্যাখ‍্যা নামক মানসম্মান বালাই
ওরা শুধু চেনে অর্থ আর অবৈধ পদ-পদবী!

ওরা আরেকটি চেনে মানুষ মেরে মানুষ রক্তে গোসল
ওরা সহজেই হাসতে জানে নয়তো বেমানান!
দেখা বিবেক থাকলে বুঝতে পারাটাই সহজ এ'ধরায়
অপদার্থরা বুঝবে না; বিবেচক বুঝতে সহজ।

কবিতা প্রকাশে বিঘ্নতা কেন কবিতা প্রকাশ সহজ নয়
কিসের জন‍্য লিখবো কবিতা কেন লিখবো?
প্রশ্ন আমায় বিদ্ধ করে ভাবনা সব সময় মাথায় চাপে
অনেক প্রশ্নের উত্তর জানা তারপরেও কেন!

নয়তো উত্তর প্রদান সক্ষম এমন অধিকার জাতি প্রতি
উত্তর দিতে অপারগতা নই; উত্তর কাকে দিব?
দেখতে পাই সকল জনার মাথাতেই অপরাধের বোঝা
কেউ নই'তো সৎ সততার বালাই সভ‍্যতা সত‍্য!

এই দেখা মুখেতে বলে অনেক আদর্শ বুলির হাতিয়ার
অপর দিকে একই লোকেই দেখা বদমাহিশীর'
অসভ‍্যতার আচরণ আরেক জনদের ঠঁকাচ্ছে ছিনাচ্ছে
নিচ্ছে ছিনায়ে জোরপূর্বক একে অপর ধন-সম্পদ!

হচ্ছে মিছা-মিছি মন বড় নয় ধনে বড় অপ্রিয় মহাপাপ
ঐ'মহাপাপের প্রলয়ংকর দেখবে অচিরেই।
তবুও ওরা একশ্রেণীর নেশা মহানেশাখোরেরা শোনেনা
চায় না শুনতে সভ‍্যতার সততা কি এ'ধরা!

ওরা ধ্বংস হবে নিয়ে ওদের দলে আরো কত একমন
সর্বনাশ করেই ছেড়ে যাবে দেশ দশ বৈদেশ।
সাড়ে সর্বনাশ করেই ছাড়বে তবেই ক্ষ‍্যান্ত হবে সর্বগ্রাসী
ওদের যায় আসে না দেশ ও দেশ জনতা কথা।

সে আমি আমরা কবি সাহিত‍্যিক রম‍্য রচিয়তা পাঠকরা
পাঠিকা সমাজ এক অবুঝ দলবল সচেতনেরা?
রাজনৈতিক দলনেতা দলবল সকল বুদ্ধি জীবির দলরা
সমাজ সচেতন মানবতা জীবনবোধ সুনাগরিক!

গোলটেবিল কতকথা নীতি নৈতিক বাক‍্যের তুলনা নেই
প্রকৃত পক্ষে কি দেখতে পাই বলি জানি ও শুনি।
পর্যালোচনায় অভিজ্ঞতা আলোকে দেখতে পাওয়া যায়
এক একটি অপদার্থ খালি নিজ স্বার্থ কথা বলে।

সেই সকল মানুষদের হতে দেশের কল‍্যাণ আর আশা
ভাবনাটাই আমি মনে করি ভুল আর ভুলের ভুল।
তাই তো কবিতা প্রকাশে বিঘ্নতা অনিহা দেখা মনেতে
দেশ প্রেমিকরা থাকবে সমস্ত প্রতিকূলতা পাশে।
********************************
বাণী: দেশ প্রেমিকরা কখনো নিজস্ব স্বার্থ বিবেচনা করে না। তারা সর্বপ্রথম বিবেচনায় নিঃস্বার্থক দেশ কল‍্যাণ। আর সেই মানুষদেরই দেশ সব সময় পাশে পেতে বদ্ধপরিকর।