শোন সকল শোন সবাই জেনে রাখো
বাংলা আমাদের মাতৃভাষা।
বাংলায় লেখা কবিতা-গল্প-নাটক-নাট‍্য
কতশত ইতিকথা রম‍্য-রস।

আমরা বাংলার সন্তানেরা না জানি বাংলা
না জানি ভাল অন‍্য ভাষারপ্ত।
আমরা বাংলার সুসন্তান জন্মভূমিও বাংলা
ভালোবাসী বাংলাকে আমরা!

বাংলাকে ভালো বেসে অন্তর দিয়ে গেঁথে
হ্নদয় মধ‍্যে পুঁথিত করি তবেই..
বিশ্ব কবি; জাতীয় কবি খ‍্যাতি অর্জন এই'
বাংলা ভাষাতেই রচিত প্রাপ্তি।

তাই তো বলি শোন সকল বাংলা ভাষার
সন্তানেরা শোন মনটি দিয়ে!
মায়েরই ভাষা মাতৃভাষা অর্জন সভ‍্য সদ‍্য
আমরা করব জয় এ'বাংলায়।
************************
বাণী: প্রতিটি জাতির (স্ব-স্ব) ভাষা আয়ত্ত্ব করা বড়ই অগ্রাধিকার ও প্রাধ‍ান‍্যও বটে। নিজস্ব দেশ মাতৃভাষা; মায়ের ভাষাই প্রকৃত কথ‍্য ও ভাষা। নিজস্ব দেশ ও মাতৃভাষার প্রতি মহত্ত্বতা থাকাই প্রকৃত দেশ প্রেমিক। অন‍্যথায় নয়!