কবিতা;
ক-তে-কবিতা, ক-তে-কর্তব‍্য, ক-তে-কল‍্যাণ
ব-তে-বিবিধ, ব-তে-বিবেচনা, ব-তে-বক্তব‍্য।
ত-তে-তথ‍্য, ত-তে-তকদীর, ত-তে-তবিয়ত'

ও-তে-ওঠো, ও-তে-ওঠো জেগে, ওঠো কাব‍্য

আমি;
আ-তে আমি, আ-তে-আমিত্ব, আ-তে-আশা

কবিতা- যেন হতে হবে আশার আলো পথিক
কবিতা- হতে হবে মানবতার তরে অসাধারণ
কবিতা- কথা জানা বলতে পারে বুঝতে পারে

ওঠো কবিরা জেগে ওঠো সফল কাব‍্য লেখায়

আমি বলছি তোমরা ঠিক একদিন সফল হবে
আমি জানি সততা প‍্যায় পরায়নতা বাহুবলেই
আমি বলছি লেখ কবিতা বাংলা ভাষারই তরে
আমি আমরা তুমি তোমরা সকল আমরা এক!!

সত‍্যই একদিন দেখবে দেখব আমরা কবিরাই
বাংলা ভাষার অনন‍্য অবদান রাখছি যথার্থতাই
শুভকামনা শুভহোক জীবনবোধ কাব‍্য রচনায়
অসাধারণ মানবতার তরে অবিস্মরণীয় দীক্ষা।