মনে বড় ভয় হয় কি করে লিখি কবিতা
না জানি ছন্দ; না জানি মন রসিক ভরা
ভালোবাসাও জাগে না মনটিতে প্রেমিক
রস নেই কষ নেই মন মেজাজ খিটখিটে।
************************
বাণী: অসাধারণ মানুষ তো তারাই যে সকল মানুষেরা উদ্ভাসিত। অনেক কিছু সমাজ হতে জানার পরেও সুন্দর ও স্বাভাবিক জীবন যাপন করে থাকে। এমন সকল মানুষেরই বর্তমান অভাব দেখা দিচ্ছে। সেই সকল মানুষের অভাব দেশ পূরণ করতে অক্ষম হবে। এমন সমস্ত দিনক্ষণই অপেক্ষা করছে সামনের সময়ক্ষণ।
-কবি ডক্টর মুহাম্মদ জাকির হোসেন বিপ্লব।