কি আর লিখবো কবিতা বাংলার কথা
বাংলা মায়ের কথা।
মাঠ ভরা ফসলের ইতিহাস ইতিকথা
সবুজ-শামল কথা।
নদী-নালা-খাল-বিল-হাওড়-বাওরকথা
কিও বলি শিল্প-ব্যবসা-বাণিজ্যের কথা
ইলিশের দেশ বাংলাদেশ।
ফল-ফলাদির দেশ বাংলাদেশ জনবহল
সেরা স্বল্প পুঁজির দেশ।
উন্নত কৃষি প্রধান দেশ এই বাংলাদেশ
কি নেই দেশটিতে সোনার ফসল ফলে
যে দেশেতে সে'দেশ কেন এতো দরিদ্র?
নয় কেন উন্নত সবই রাজনৈতিক হিংসা!
অজ্ঞতা হীন স্বার্থপরতার বশঃবর্তির রূপ
দেশ প্রেম নাই বলতে চলে বাংলাদেশই
একমাত্র অসভ্যতার দেশ দ্রোহিতা মনন
অদেশ প্রেম ভরা পরচর্চা মনমানসিকতা!
সুযোগ পেলেই শুধুই নিজ পেট পুঁততেই
মশগুল সর্বোক্ষণ সেই চিন্তায় বিভোরতা।
অন্যরা জন মরুক বাঁচুক দেখার সময় কই
আপন পর নেই সব নিজস্ব চেতনা চৈতন্য।
তাই তো কবিতা লেখা ভুলে গেছি কবিতা
আর কি লিখবো; না হতে পারছি কবি; না
ভাল কর্মজীবি; না ভাল মানুষ; না সভ্যতা
পরিচয়ের উন্নত মানব জাতির সেরাজন?
এমন একটি দেশে এসেছি ভিজিটে সত্য
কি বলতে আমার ভিষণ লজ্জ্বা পাচ্ছি যে,
যে দেশে কোন প্রকার কৃষি ভূমি তো নেই
নেই কোন শিল্পের বারাই। সেই দেশটিই
কতটা যে সুন্দর বলে বোঝাতে পারাটাই
বড় দায় এ'ধরণীতে যিনারা ভিজিট করে
গিয়েছেন। ব্যবসা-বাণিজ্য করছেন সেই
তারাই বলতে পারবেন দুবাই কি কেমন
করে এতো সন্দর একটি বৈল্পবিক হল?
কি যে এক আশ্চর্য অত্যাধুনিক ব্যবস্তায়
অনন্য কলাকৌশল আবৃত্ত চমৎকার শৈল্লি
বিচরণ মানুষ আর মানুষ নানান দেশের
হরেক রকম জাতির মানুষেরা করছে কর্ম
আসছেন পরিদষর্শনে দেশটি যেন ঝলমল।
উচ্ছাস বিনোদন নান্দনিকতাপূর্ণ জীবনটি
উপভোগ্য দৃষ্টির অপুলক নয়ন ধাঁধানো!
আমাদের দেশের সাথে তুলনা করলেই
মনের মধ্যে কষ্ট জাগে। সেই দিন দুবাই
পরিচিতি পেল বলতে গেলে মরূভূমি ও
সমূদ্রে আচ্ছাদন প্রবল খর-স্রোত ধারার
একটি দেশ। সেই দেশ এতোটা উন্নতির
চাবী কাঠী কি? তা খুঁজে দেখাই মুশকিল।
বাংলাদেশের মাটিতে কি নেই যা সম্ভব
নয়! এমন করে উন্নত করতে। বাংলাদেশ
একট মধ্যম আয়ের উন্নত সভতল ভূমির
অসাধারণ একটি দেশ। সেই দেশটি কেন
পরনির্ভরশীল অনুন্নত দেশ? শুধুই অজ্ঞতা।
হিংসার রাজনীতি আর দূ'নীতি বড় অন্তরায়
দেশ প্রেম কথা মুখেই বলে; দেশ প্রেম নেই।
তাই তো বলি ঘৃণা করে মন হতে বাংলাদেশ
নেতৃত্ব দেশ পরিচালনা শক্তিপ্রতি। কেমনে
কি করে করছে দেশ পরিচালনা সমাজ ব্যবস্থা?
এক দেশ আরেক দেশ ভিজিটে আসে যায়।
বড় বড় সুশিক্ষিত বড় গলা কথা বলা নীতির
বাক্য জনেরা। তা কি দেখেন না কোন দেশটি
কেমন উন্নত? কেমন করে করছে প্লান দেশটি?
তাই তো বলি আমার আর কবিতা লিখতেই
মন চায় না মনটি বলে যদি ছোট হতে পারতাম
আবার পুনরায় উন্নত পড়ালেখা করে দেশ বড়
অসহায় নিতাম হাতে দেশ ও দেশের জনগণের
কল্যাণ বয়ে আনতে। কেমন করে দেশ উন্নতির
শিখরে পৌঁচ্ছাতে পারে, সেই অনুপ্রেরণা প্রত্যয়।
দিন না দেশটি আপনারা আমার হাতে আসুন কি
ভাবে করা যায় একটি উন্নত দেশে রূপান্তর চলি
সততার চাদর সঠিক দেশ প্রেম অনন্য অসাধারণ।
করূন সহযোগিতা জ্ঞান সুউচ্চ পরিচয় মুক্তমনটি।
তাই তো আর কবিতার প্রতি মন ছিল না। ছিল
শোভা বর্ধন দেশটি দেখায় মনে ধরা অপূর্ব শৈল্প
নান্দনিকতা পূর্ণ চমৎকার এক একটি স্থান দর্শন।
না দেখলে না আসলে বুঝানো যাবে না সত্য কি
বলতে চাইছি। এমন দেশটি যেন আশ্চার্য এক'
অলৌকিক উপহার দেশ সরকার দিয়ে যাচ্ছেন।
উচ্চমান ভিলাসী পর্যটক কেদ্রিক ব্যবসা-বাণিজ্যে
হোটেল মোটেল সবই ইম্পোর্ট-এক্সপোর্ট নির্ভর।
আনে-খায়-শেষ হয় আনে; সবই বিদেশী লোক
করছে ব্যবসা-বাণিজ্য নেই সরকার দায়-দেনা।
লাভও আপনার লসও আপনার শুধু নিয়ম মানুন
সরকারী আদেশ নির্দেশ ট্যাক্স ফ্রি দেশটি অনন্য!
অবাদ-বাণিজ্য সুবিধার মুক্ত দেশ প্রেম কর্মকান্ড।
তাই তো কি আর লিখবো কবিতা মন কষ্ট পায়।
আমাদেরও দেশ উন্নত; আর দুবাই দেশ উন্নত!
****************************
বাণী: দেশ প্রেম কাকে বলে! দেশ প্রেমিকদের নিজ দেন ও শোনা গুঁজব কথায় কান না দিয়ে বাহিরের উন্নত দেশ সমূহ ভাল ও গভীর ভাবে দেখে। নিজ দেশকে লিডারশীপ দিতে শেখা ও জানা। তবেই দেশ পরিচালনা লিভারশীপ যথাযথ প্রযোগ ও কার্যকর সম্ভব। অন্যথায় নয়!