কবিতা কথা বলে সত‍্যই কবিদের কবিতা
বলে কথা কবিতার প্রতিটি লাইন!
কবির কবিতা প্রথমত পাঠক কবিগণেরা
সাধারণ পাঠক-পাঠিকা ভূমিকায়।

সাহিত‍্য প্রেমিকেরা পাঠ করেন জ্ঞানার্জন
দেখেন কোন লেখক কেমন লেখেন।
তরজমায় আতস্ত হন বিদ‍্যান ব‍্যক্তিগণে
কবিতা কথা' কবিত্ব সুন্দর চেতনায়।

কবিরা হবেন সুন্দর স্বভাব সুলভ চমৎকার
সেই মন নিয়ে লিখবেন কবিতা ঐ'
কবিতাটিও পাবে সৎ ও নির্ভিক কবি রচনা
আ-হা-ক-ত-ভা-লা-গ-বে-যে-সে-ই।

অসামান‍্য চেতনাবোধের অনন‍্য শোভা ভরা
যেমন কবি তেমন লেখা অতুলনীয়।
তখনই কবি হয়েই দেখতে পাবেন কেমন
কবিতা কথা মনুষ‍্য মুখে মুখে সর্বত্র।
************************
বাণী: একটি কবিতা তখনই স্বার্থকতা লাভে ধন‍্য হয়। যখন একটি কবিতাটি লেখক একজন প্রকৃত গুণি ও সৎ মতাদর্শার বিবেচনা অন্তর হতে নিজস্ব অভিজ্ঞতা সফলতা ব‍্যর্থতার এক বিশাল ব‍্যবধান জয়-পরাজয় গাঁথা সুবিশাল হ্নদয়। সেই হ্নদয়ের অঙ্কিত ছকই প্রকৃত রচিত মানবতাবাদী-জীবনবোধ কাব‍্য রচনা প্রকাশ স্বার্থকতা। অন‍্যথায় মুখোরোচক বাক বুলি প্রকাশ ব‍্যতিত কিছুই নয়।