ঐ'দেখো লেখছে সকল কবিরা কত বিদ্যতা পূর্ণে কবিতা
দেখো দেখো কেমন করে করছে রচনা কবিতা।
ভাবনা কারো প্রেম মন; কারো লেখা ইতিকথা গল্পপ্রেম
আমরা মানব জাতি কেন রয় কত ভেদাভেদ?
আর ভেদাভেদ তাই সৃষ্ট জ্ঞান লব্দের আহোরণ চলমান
এ'ধরা যেন এক একটি মানুষ এক একটি স্বপ্ন!
সেই স্বপ্ন গাঁথা হ্নদয় প্রাণ মন আত্মার গ্লানি মুছতে কবি
করেন কবিতা রচনা; করেন প্রকাশ উপলব্দিতা।
সেই তো কবিরা লেখেন কবিতা শতশ্রম বিনিময় আক্ষেপ
করেন প্রকাশ জীবন থেকে নেওয়া অর্জিত জ্ঞান!
যেন এক ফুঁটন্ত পুষ্প শোভা গাঁথা কথা গল্প ছড়া কবিতা
নাটক বিরহ বেদনা শোক সুখ শান্তি ভাল লাগা।
কত যে আপন করে অপ্রকাশিত ঘটনা ঘটন কলমে অঙ্কিত
সুন্দর স্বভাব স্বপ্ন চূড়া জাতি সমতা ঘৃণা বিজয়।
সভ্যতার আঁচল দিবে দিতে দেওয়া নেওয়া পর্ব সেরার জয়
কত রাত জাগা ভোর করা বেকার জীবন রচনা।
ইতিহাস কথা বলে স্বপ্ন বাজদের সাথে আর বোকারা বলে
কথা অসভ্য অলস তলায় কবিতা লেখা গল্পে।
প্রকৃত কবি যারা তারা হবে স্বাবলম্বী উচ্চভিলাসিতা জীবন
যেন থাকতে হবে সুশিক্ষা তেমনি তেজসক্রিয়তা।
কর্মঠ হবে জীবন যৌবন গাঁথা খেলা ঘর রচনা ভরা হ্নদয়
আশার আলো যোগাবে সেই সব কবি প্রেমভরা।
দেশ প্রেম নিজ জীবন প্রেম সুখী শোধা সকল পৃথিবী অনন্য
কবিতা কবিরা হবে মুক্তিকামী মুক্ত বাংলা এ'ধরা।
.....,.................................................................
বাণী: লেখো কবিরা কবিতা, তবে মনে রেখো কবিতা কিন্তু ভাত দিবে না। দিবে সম্মান যদি একটি কবিতাও প্রসিদ্ধতা লাভ করতে পারে জীবন অতিবাহিত ধারায়। সেই কথাটি মাথায় রেখে সত্যই কি করে সুন্দর জীবন পরিবেশ ও পরিচ্ছন্ন কবি মন কবিতা কবিরা রচনা করে সুন্দর স্বাভাবিক সুখী জীবন গঠনে সহায়ক হতে পারে। আর সেই সকল কবি ও সাহিত্যিকেরাই প্রকৃত কবি হতে সক্ষম। অন্যথায় যা যাবর ছাড়া আর কিছুই নয়।