কবিরা লেখে কবিতা সমাজ নিয়ে
লেখে সাম‍্যের কথা।
চেতনা রয় দেশ-দেশ মানুষ প্রতি
কবিরা সৈনিক নয়!

তবুও কবিরা কলম সৈনিক যোদ্ধা
পাশবিক শক্তি নয়!
কলম শক্তিতে অপসারণ সচেতন
গড়ে তোলে কবিরা।

বিধাতার দয়ায় চলমান কবি কলম
একজন কবি গুণিজন।
সভ‍্যতা ছড়াতে জানতে হয় হ্নদয়
আর সেই কবি উদ্ভাস।

কবির-চাল-চলন-আচরণ-চলাচল
খাওয়া-পড়া-উঠা-বসা!
আলাপ-চারিতা-সবই দেখা কবিত্ব
পোশাক-আশাক-রুচিত্ব।

অর্থ-কম-বেশি-যাই-থাক-না-কেন
সব কিছু মিলায়ে কবিমন।
কবিরা যেখানে মিলবে মেলা দেখা
বিরাজ করবে অনন‍্য ধারা।

এমন হলেই কবির ভাষায় কবি ঐ'
জীবন-ধারণ আর যাপন!
সেই রকম কবিদেরই জন্ম চাওয়া
এ'ধরণীতে এক অপূর্বতা।
********************
বাণী: চলমান