কবির কর্ম কেমন হবে?
কবির কর্ম হবে অপূর্ব।
কবিতা কখন লিখতে হবে?
শত কর্মের মধ‍্য দিয়ে।

কর্ম-ধর্ম-পরিবার-সমাজ-সাথে নিয়ে
কবিকে সুন্দর জীবন-যাপন-অনন‍্য!
এমন ধারা চলমান রেখেই চলতে হয়
হিসাব মিলবে জীবন তটে সর্বত্রেই।

এসো এসো কবিগণ চলি সুন্দর মনে
লেখি কবিতা আপন করে মনটি হতে।
তবেই সুখ-শান্তি-সপরিবার একসাথে
কখনো একা নয়তো কবিতা লেখ‍্যতা।

স্বভাব-চরিত্র-রাখবে অসাধারণ সকল
চলবে হিংসা-বিদ্বেষ-দূরে ফেলে মন।
কবির নিকট কোন মানুষেরাই পর নয়
সকল মানুষ আপন ছোট-বড় সর্বস্তর।

সকল দুঃখে দূঃখি সকল শোকে শোক
দেশের প্রতি প্রাণ দিয়ে মন হতে প্রেম।
দেশাত্মবোধক অপূর্ব চেতনা প্রত‍্যয়ীতা
রক্ষায় ব্রতঃ কবিরই কর্ম এ'ধরণী চল।
***********************
বাণী: কবি তো জনই হতে পারবে। যে জন কবি সত‍্যই মন হতে বিধাতার দয়ায় কবিতা অর্চনা করে। অন‍্যথায় যতই লেখি কবিতা। বিরহ ভরা অসভ‍্যতা কবি কাব‍্য কাব‍্যিকতা কখনো সভ‍্যতা বিকাশ পেতে পারে না। পারলেও উহার গুণাগুণ বেশি সময় কালক্ষেপণ হয় না।