খুব ভালো লাগে নামটির পূর্বে কবি নাম
মুগ্ধ লাগে সত্যই বলে বোঝানো দায়।
চলুন আমরা কবি নাম স্বার্থকতা রাখতে
সহমত হই সুন্দর লেখা অপূর্ব চরিত্র!
মুগ্ধকর ভাবনা একে অপর কবিতা চরণ
অনন্য শব্দচয়ন রচিত প্রকাশ শোভা।
জ্ঞান গর্ব কত স্বপ্ন আঁকা হৃদয়ে আতস্ত
মহান সৃষ্টিকর্তারই এক অভিন্ন দান!
কবিতা ও কবি লেখেন সৃজনশীল জ্ঞান
উদ্ভাসিত ঊষার আলোক ভরা মন।
দান করেন মানুষ মানুষের সেবা ভাবনা
বিদ্যান ব্যক্তি শহীদগণ রক্ত উত্তম।
এমন কবিতা কবি লিখা চাই সেই কবিতা
হবে জনতা কল্যাণ ছাত্র-ছাত্রী মুগ্ধ!
জ্ঞান মাপকাঁঠী পরিমাপ শিখবে কবিতাটি
পাঠ বাংলা চেতনা ভরা শব্দার্থ ধ্বনি!
কবি নাম খুবই ভালো লাগা রই পূর্ব নাম
কত সুন্দর চেতনা ভরা লাগে শোভা।
আমরা কবিদের মিলন মেলা এসো চলতে
শিখি কবি নাম পবিত্রতা কবি মনটি।
তবেই সেরা উদারতা উল্লাসিত ভাবনা প্রাণ
জবানে থাকবে কবিদের কলম চরণ।
সুইচ্চতার ঐশরীক অর্থপূর্ণ মধুকর অগ্রজে
কবিতা লেখায় কবি সম্মান নাম পূর্ব।
×××××××××××××××××××××××××
বাণী: কবিতা লেখায় আমরা কবিরা নামের পূর্বে কবি লেখা খুব ভালো লাগে। তাই তো বলি এমন কবিতা লেখা চাই কবি বন্ধুগণ। যেন কবিতাই হয় কবি কল্যাণ সুনাম ও খ্যাতি ভরপুর। সেই স্বভাব-চরিত্র ও পবিত্র মন মানুসিকতা জীবন যে সকল কবিরা তৈরি করতে পারবে। তবেই সেরার সেরা কবি নাম পূর্ব স্বার্থকতা।