কবিদের জন্য বলছি
লেখে যাও না কবিতা!
কেউ না কেউ ভক্তরা
অনুস্মরণ বিচরণ মন।
ভক্তরা অস্তিরতা প্রাণ
স্পন্দিত ব্যাকূল হ্নদ।।
সুখের পরশে নির্ভরতা
জীবন চলারই সুগমন।
আস্তার পরিবেশ এক
একক সত্ত্বার প্রেরণা।।
ভুলেই গেছি কিছু দিন
লেখা কবিতা সময় যে।
দিতেই চায়ন মোটেও
বিন্দুমাত্র কবিতা লেখা।
মনের মধ্যে রেখাপাত
বহুকথা মনে ঘুরপাক!
কি হবে কবিতা লেখে?
কোথায় স্বর্গ কোথায়?
নরক? এ'ধরণী নিষ্ঠুর!
কেউ কাউকে চেনে না
কেমন যেন ভুল ভ্রান্তি।
অচেনা পথের পথিক
চলছি বেসামাল চেতনা।
ভাল মন্দের সংমিশ্রণে
কেমন যেন অসংবেদন।
দিক ছাড়া বিহঙ্গ পথিক
সুন্দর ভূবণ এ'ধরণীর।।
কেউ না কেউ কবিদের
খোঁজ নেয় ভাল জানে।
তাইষতো কবিদের মন
মন মাঝি বৈঠা নে'রে।।
বৈঠার অনন্য ধারারই
আশু শুভকামনা ভরা।।
তাই তো বলি লিখে যাও
মনের মধ্যে যত কালিমা।
সব মিলায়ে বিধাতাকেই
বল জীবন সংসার সমতা।
সত্য মিথ্যারই ভেদা-ভেদ
অনন্ত ধারা শুভহ-সূচনা।।