আজ কোথায় ছিলাম জানি ক'জনা
আমরা কবি তিন জন।
একত্রে মিলে ছিলাম জসীম মেলায়
চলছে ফ্রেব্রুয়ারী মাসে।
প্রতি বৎসর কবির বাড়িতে বসে মেলা
সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
কবিতার স্টল বসে প্রিয় কবির জীবনী
নিয়ে চলে আলোকপাত।
প্রতিবেশী কবি বীরমুক্তি যোদ্ধা, জনাব,
মোঃ নূরুজ্জামান সেখ।
কবি ও সাহিত্যিক, জনাব, মোঃ রাজ্জাক
রাজা, সাদামনের কবি।
বিশিষ্ট্য জসিম উদ্দিন প্রতিবেশী আমার
ছোট বোনের শশুরবাড়ি।
অতি আপন জন কবি পরিবার সকলের
বোনকে বলি আয় মেলায়।
বলতে না বলতেই হাসি মুখে আসলো
কবিগণ সহিত পরিচয় হল।
সম্মান জানালো একে অপর গল্প-স্বল্প
বেশ ভালো এক আড্ডা হল।
স্মৃতির পাতায় ভেসে এলো অনেক কথা
আমিও তো কবি এমন যদি..
হতে পারতাম বেঁচে থাকা কালিন সময়
কবি হিসাবে গড়া সুন্দর স্থান!
এর মাঝে এলো একটি শর্ট মিডিয়া দল
নিলো সাক্ষাৎকার কবিগণের।
ছবিও নিলেন কবিতা আবৃত্তি রেকর্ড হল
কবি ব্যক্তিত্ব সংক্ষিপ্ত পরিচয়।
খুব ভালো কাঁটলো বিকাল গড়িয়ে সন্ধ্যা
অনন্য শোভায় ভরা আনন্দঘণ।
কবি ও কবিতার গল্প সমাগম মেলা খুঁশি
কতদূর দূরন্ত আগন্তক আসে।
মেলায়মতে বসে হরেক রকম দোকান-পাট
সার্কার খেলা যাদু খেলা আরো..
নানার রকম খাদ্য শোভা বর্ধন ভাস্যমান শপ
জেলা প্রশাসক কর্তৃক আয়োজন!
ফরিদপুরের গর্ব অহংকার কবি জসিম উদ্দীন
বিকালটা মন প্রশান্তিতে ভরেগেল।
কবির বাড়ির মেলা আমায় দুলা দিলো মনে
আমিও এমন কবি হবো একদিন।।
**************************
বাণী: চলমান...