এই বাংলা কবিতার আসরের সকল সম্মানিত এ্যাডমিন ও কবিগণ! সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা। গত : ০৯/০৪/২০২১ ইং তারিখ, রোজ : শুক্রবার বাংলা একাডেমীর সম্মানিত প্রশাসন প্রতিনিধিগণের মাধ্যমে আমার লেখা কাব্য গ্রন্হ "অপ্রতিরোধ্য" প্রকাশিত হয়েছে। মাতৃভাষা প্রকাশনী স্টল নং-(৫৩ ও ৫৪) হতে বইটি সংগ্রহ করা যাবে। রকমারি থেকেও পাওয়া যাবে। সকলেই দোয়া ও আশীর্বাদ করবেন যেন এই প্রথম কাব্য গ্রন্হের মাধ্যমেই একজন লেখক হিসেবে সকলের পাশে ভাল ভাবে সুস্থ্য ও স্বাভাবিক মানুষ হিসেবে কোন মতে পরিচয় বহনে স্বাক্ষর থাকতে পারে। আমি হয়তো অন্য বিশিষ্ট্য দশজনের মধ্যে একজন নই। তবে আমার লেখার ধরণ একটু ভিন্ন। আমি মানবের মানবতার ও জীবনকে একটি জায়গায় জরাজীর্ণের অবস্থা হতে বের করে উপযুক্ত মানুষ হওয়ার ভবিষ্যৎ স্বপ্ন দেখানোর সেই প্রত্যাশার চেতনায় উদ্ভাসিতের তরে জাগ্রত করতে নিরলস প্রচেষ্টা মাত্র। সকলের দোয়া ও সাধুবাদ কামনা করি। ভাল থাকবেন সকলেই' শুভকামনায়, কবি জাকির হোসেন বিপ্লব।
আলোচনাটি ৯৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১২/০৪/২০২১, ০৭:০৫ মি: