কে রয় এমন এ'ধরণী বুঝমান?
সবাই বলে যার যার দুঃখ।
কেউ শোনে; যে কেউ শান্তনা দেয়
একে অপর মানুষ প্রমাণিত।
সত্যই বিধাতার বিধান মতন রয়
মানুষ মনুষ্য পরিচয় বহমান?
কোথায় মানুষ রয়েছে চলছে এক
সত্য-নিষ্ঠার-অনুপম চরিত্রে?
মানুষ কোথায় রয়েছে দেখি জানি!
জানাতে চায় কে আছে শুনি?
মানুষের মত মানুষ পাওয়া বড় দায়
কে রয় এমন সভ্যতা মনুষ্য?
অনেক পথের পথিক দিকহারা দিশা
দিশার মতন কম নেই পথিক।
অসাধারণ গুরু চরণ প্রদীপ শেখা চল
আলোর সন্ধ্যান কোথায় আলো?
এই আলোকিত মন; আর মুগ্ধতা ভরা
চরণ সুউচ্চমান পৃথিবী চেতনা।
সেই সকল মানুষেরা কোথায় রয়েছে
আমি আমরা খুঁজে ফিরি সর্বোত্র।
ঐ'সকল মানুষরাই অসাধারণ এ'সমাজ
তাদের ছোঁয়ায় উদ্ভাসিত হ্নদয়।
চল চল আমরা এ'ধরণী চল সমাজ তরে
আমরা করবো জয় মানবতা প্রাণ।
এমন সকল মানুষের অভাব দিলে দেখা
মানুষ নাম সফলতার ছোঁয়া নয়!
কল্যাণকামী সম্ভব-অসম্ভব ভাবনা মন
কি করে পাওয়া যাবে উন্নত আত্মা!
কে রয় আর কে আছে আমরা জানি সকল
সুন্দর চেতনাব্রত: অনন্য ঊষা ভাবনা।
প্রকৃত মানুষ হলেই সমাজ হবে উন্নতমান
সবাই রাজা হলে হয় না প্রজা দরকার।
************************
বাণী: প্রজারা হল লক্ষী! তবেই রাজার গ্রহণযোগ্যতা রয়। জনশূন্য মরুভূমিতে কখনো রাজা গঠন হয় না। তাই প্রজারাই রাজার আসন রচনা ও গঠনে আবশ্যক।।